Showing posts with label কুমিল্লা. Show all posts
Showing posts with label কুমিল্লা. Show all posts

21 September 2010

ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াত অফিস ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতে ইসলামীর পৌর কার্যালয়ে মঙ্গলবার দুপুরে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন জামায়াত নেতারা। জামায়াত নেতাদের অভিযোগ, ছাত্রলীগ ক্যাডাররা এ ঘটনা ঘটিয়েছে। তবে মঙ্গলবার বিকেল নাগাদ এ বিষয়ে থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। জেলা জামায়াতের আমির কাজী নজরুল ইসলাম খাদেম ও সেক্রেটারি গোলাম সারওয়ার সাংবাদিকদের জানান, দুপুর আড়াইটার দিকে ১৫-২০ জনের ছাত্রলীগের একটি দল পৌর জামায়াতের কাজীপাড়া কার্যালয়ের পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। হামলাকারীরা অফিসের চেয়ার-টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর করে এবং বইপত্র ছিঁড়ে ফেলে।

6 August 2010

কুমিল্লায় জামায়াত নেতা মুজিব গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

কুমিল্লায় জামায়াতে ইসলামীর নেতা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা শহর শাখার সভাপতি মুজিবুর রহমান ভঁূইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা শহরের মোগলটুলী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মতিউল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত মুজিবুর রহমান ভূঁইয়ার বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। জামায়াতের শীর্ষ চার নেতা গ্রেপ্তারের পর বুড়িচংয়ে ভাঙচুর চালিয়েছিল জামায়াত।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা শহরের গাংচর ফারুকী হাউসের জামায়াতে ইসলামীর কার্যালয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের একটি সভা শেষে নিজের পাজেরো জিপে ফিরছিলেন জামায়াত নেতা মুজিবুর রহমান ভঁূইয়া। তাঁকে বহনকারী গাড়িটি মোগলটুলী চৌমুহনীতে পেঁৗছালে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাঁর গাড়ি থামিয়ে তাঁকে আটক করে কোতোয়ালি মডেল থানায় নিয়ে আসেন। রাতে তাঁকে থানা হাজতে রাখা হয়েছে। শুক্রবার সকালে আদালতে হাজির করা হলে আদালত তাঁকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

29 July 2010

চাঁদপুরে জামায়াত-শিবিরের ৩ নেতাকর্মী আটক

Thu, Jul 29th, 2010 7:03 pm BdST

চাঁদপুর, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর শহরের বিভিন্ন এলাকা থেকে জামায়াত ও এর সহযোগী সংগঠন ছাত্রশিবিরের তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শৃঙ্খলা ভঙ্গ ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত শহরের অনন্যা মার্কেট ও কালীবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

আটককৃতরা হলেন- চাঁদপুর পৌর জামায়াতের সেক্রেটারি মো. আরিফ উল্লাহ (৪০), শিবিরকর্মী মজিব উল্লাহ (২৫) ও সাত্তার হোসেন (২৪)।

চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনির আহমেদ সাংবাদিকদের জানান, দুপুরে শহরের অনন্যা মার্কেট এলাকায় হঠাৎ করে জামায়াতের নেতা-কর্মীরা একটি মিছিল বের করে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ ওই এলাকা থেকে জামায়াত নেতা আরিফ উল্লাহকে আটক করে।

বিকাল ৫টার দিকে কালীবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় দুই শিবির কর্মীকে।

শৃঙ্খলা ভঙ্গ, ধংসাত্মক কার্যকলাপ ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে এসআই মনির জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫৮ ঘ.

26 July 2010

চাঁদপুরে পাঁচ 'রাজাকার'র বিরুদ্ধে মামলা

Mon, Jul 26th, 2010 6:23 pm BdST

চাঁদপুর, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধে হত্যার অভিযোগে পাঁচ 'রাজাকার'র বিরুদ্ধে মামলা হয়েছে চাঁদপুরের একটি আদালতে।

সোমবার জেলা বিচার বিভাগীয় হাকিম মুরশিদুল আলমের আদালতে মামলাটি দায়ের করেন ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ বদরপুর গ্রামের প্রয়াত মো. আহসান উল্লাহ পাটোয়ারীর স্ত্রী ফিরোজা বেগম।

আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ফরিদগঞ্জ থানাকে।

মামলার আসামিরা হলেন- ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া গ্রামের মো. নুরুল ইসলাম, উত্তর বদরপুর গ্রামের মাওলানা মো. নুরুল আমিন, বারপাইকা গ্রামের মো. নুরু খলিফা, ছেলে মো. সুলতান ফকির এবং লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার পূর্ব চরপাতা গ্রামের মো. জয়নাল।

এছাড়া অজ্ঞাত আরো ১০/১২ জনকেও আসামি করা হয়। সাক্ষী করা হয়েছে ১২ জনকে।

মামলার নথি থেকে জানা যায়, উপজেলার দক্ষিণ বদরপুর গ্রামে বাংলা ১৩৭৭ সালের ১৫ শ্রাবণ দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাক হানাদার বাহিনীর সহযোগিতায় আসামিরা বাদীর ঘরে হামলা, গরু-ছাগল লুটপাট ও ঘরে অগ্নিসংযোগ করে। এ সময় তারা বাদী ফিরোজার স্বামী মো. আহসান উল্লাহ পাটোয়ারীকে ধরে নিয়ে গুলি করে হত্যা করে লাশ ডাকাতিয়া নদীতে ফেলে দেয়।

এছাড়া ওই অভিযুক্তরা একই গ্রামের বারেশ চন্দ্রের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করে এবং বারেশ চন্দ্রের তিন ছেলে হরেকৃষ্ণ, জগা ও মদনকে গুলি করে হত্যার পর লাশ ডাকাতিয়া নদীতে ফেলে দেয়।

ফরিদগঞ্জ থানার ওসি রনজিত কুমার পালিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখনো আদালতের নির্দেশ পাওয়া যায়নি। নির্দেশ পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৮১৮ ঘ.

14 July 2010

চৌদ্দগ্রামে জামায়াত ও শিবিরের ৮৮ নেতা-কর্মীর নামে অভিযোগপত্র


চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি | তারিখ: ১৪-০৭-২০১০

কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় পুলিশ জামায়াতের উপজেলা আমির, সেক্রেটারি, পৌর আমির এবং শিবিরের উপজেলা সভাপতি ও সেক্রেটারিসহ ৮৮ জন নেতা-কর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে। তাঁদের মধ্যে জামায়াতের ঘোলপাশা ইউনিয়নের সেক্রেটারিসহ দুজনকে পুলিশ ঘটনার দিন রাতেই গেপ্তার করে হাজতে পাঠিয়েছে।

13 July 2010

যুদ্ধাপরাধে অভিযুক্তদের পলায়ন ঠেকাতে আখাউড়ায় সতর্কতা




আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি | তারিখ: ১৩-০৭-২০১০

যুদ্ধাপরাধে অভিযুক্ত প্রায় ৫০ জনের নামের একটি তালিকা পাঠানো হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের অভিবাসন (ইমিগ্রেশন) পুলিশ কার্যালয়ে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই তালিকা পাঠানো হয়। তালিকায় যাঁদের নাম আছে তাঁদের ভারত গমনে বাধা আছে বলে ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে।
আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের কার্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি এ তালিকা পাঠানো হয়। তালিকাভুক্ত ব্যক্তিরা যাতে এই স্থলবন্দর দিয়ে পালিয়ে ভারতে যেতে না পারেন, সে জন্য ইমিগ্রেশন বিভাগকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।

তালিকায় সাদাকালো ছবিসহ যাঁদের নাম রয়েছে তাঁরা হলেন: গোলাম আযম, মতিউর রহমান নিজামী, সালাউদ্দিন কাদের চৌধুরী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, দেলাওয়ার হোসাইন সাঈদী, মোহাম্মদ কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা, মোশারেফ হোসেন শাহজাহান, মীর কাশেম আলী, এ টি এম আজহারুল ইসলাম, আবদুস সুবহান, আজাদ আবুল কালাম, হাবিবুর রহমান, আবদুল জব্বার, ফরিদ উদ্দিন চৌধুরী, সাখাওয়াত হোসেন, রিয়াছাত আলী বিশ্বাস, গিয়াস কাদের চৌধুরী, হাবিবুর রহমান, ফজলুর রহমান, মো. কায়সার, আবদুল আলীম, মিয়া গোলাম পরওয়ার, রফিকুল ইসলাম ও আবদুল হাকিম।

আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশ কার্যালয়ের দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, তালিকা ও নির্দেশ পাওয়ার পর থেকে এখানে কর্মরতরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছেন।

10 July 2010

বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের ৪৬ নেতা-কর্মী গ্রেপ্তার

কালের কণ্ঠ ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে গত দুই দিনে জামায়াত-শিবিরের মোট ৪৬ জন নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় ২০ জন, কিশোরগঞ্জ ও নরসিংদীতে ১৪ জন ও নওগাঁ থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে শুক্রবার রাতে জয়পুরহাট থেকে সাতজন ও ঝালকাঠি থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে পোস্টার লাগানো, গোপনে বৈঠক ও পুলিশের কাজে বাধা দেওয়াসহ বিভিন্ন অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :

ব্রাহ্মণবাড়িয়া : গতকাল ব্রাহ্মণবাড়িয়ায় 'রাষ্ট্রবিরোধী' গোপন বৈঠক চলাকালে ২০ জামায়াত-শিবির ক্যাডারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পৌর এলাকার কাজীপাড়ার পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা অ্যাডভোকেট শাহ আলম খন্দকারের বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হচ্ছে ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি রাশেদুল কবির রানা, পৌর ছাত্রশিবিরের সেক্রেটারি খালেদ সাইফুল্লাহ, জামাতের কেন্দ্রীয় নেতা লোকমান হোসেন, শিবির ক্যাডার রহমতুল্লাহ, ইমরান, মকবুল, রাহাত, জিয়াউল, সোহেল, আবদুল হামিদ, নাছির, রোমান, ফারুক, সলিম, সাবি্বর, আনাস, আবদুল্লাহ, মুছা, বিল্লাল ও রিফাত। রিফাত ঢাকায় কর্মরত পুলিশের এসবির ইন্সপেক্টর হাবিবুর রহমানের ছেলে।

কিশোরগঞ্জ : জামায়াত নেতা নিজামী, মুজাহিদ ও সাঈদীর মুক্তি দাবি করে পোস্টার লাগানোর সময় গতকাল ভোরে ইসলামী ছাত্রশিবিরের সাত নেতাকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলো জেলা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক বরকতউল্লাহ, পৌর শাখার সভাপতি আবদুল্লাহ মো. তাহের, মাসুদ, খালিদ, সাজিদ, ইউসুফ ও সাদ্দাম।

নরসিংদী : নরসিংদীতে গ্রেপ্তার ব্যক্তিরা হলো শামীম, বোরহান, রুবেল, তরিকুল, আমিনুল, মোবারক ও ইসমাইল। তারা জেলার জামিয়া কাশিমিয়া মাদ্রাসাসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী। তারা পুলিশ ও সাংবাদিকদের সামনে নিজেদের শিবিরকর্মী হিসেবে স্বীকার করেছে।

নওগাঁ : নওগাঁয় গ্রেপ্তার ব্যক্তিরা হলো রহিম, হাবিব ও রশীদ। গতকাল ভোর ৬টার দিকে শহরের দয়ালের মোড়ে পোস্টার লাগানোর সময় তাদের গ্রেপ্তার করা হয়।

জয়পুরহাট : আক্কেলপুর উপজেলার রোয়ার গ্রামের শাহ সেকেন্দার জামে মসজিদে শুক্রবার রাতে বৈঠক করার সময় পুলিশ অভিযান চালিয়ে আক্কেলপুর থানা ছাত্রশিবিরের সভাপতি-সম্পাদকসহ সাত শিবির ক্যাডারকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলো আল মামুন, মোতাছিম, হাবিবুর, ফরহাদ, ফরহাদুল, মিজানুর ও আফতাব।

ঝালকাঠি : পুলিশের কাজে বাধা প্রদানের মামলায় ঝালকাঠিতে জামায়াতে ইসলামীর নেতা মজিবুর রহমান ও নাসির উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে শহরের কিফাইতনগর ও কৃষ্ণকাঠির বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল ঝালকাঠির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক আবু জাফর নোমানী তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

6 July 2010

কুলাউড়া ও কসবায় জামায়াত-শিবিরের তিন নেতা গ্রেপ্তার


জুড়ী (মৌলভীবাজার) ও কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি | তারিখ: ০৬-০৭-২০১০

মৌলভীবাজারের কুলাউড়া ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুলিশের ওপর হামলার মামলায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

কুলাউড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে জামায়াতে ইসলামী সিলেটের বালাগঞ্জ উপজেলা কমিটির রোকন আবদুর রশীদ (২৫) ও ছাত্রশিবিরের কুলাউড়া উপজেলা (পশ্চিম) কমিটির সেক্রেটারি সফিকুল ইসলামকে (২৪)।

কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম জানান, জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা গত ৩০ জুন বিকেলে কুলাউড়া পৌর শহরে মিছিল বের করেন। মিছিল থেকে হঠাৎ হামলা করা হলে সেখানে দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) ওয়াহিদুর রহমান আহত হন। এ ঘটনায় জামায়াত-শিবিরের ১৬০ জন নেতা-কর্মীকে আসামি করে একটি মামলা হয়। গ্রেপ্তার হওয়া আবদুর রশীদ ও সফিকুল ইসলাম ওই মামলার এজাহারভুক্ত আসামি। উপজেলার কলিমাবাদ গ্রামে গত রোববার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে গতকাল তাঁদের মৌলভীবাজার জেলহাজতে পাঠানো হয়েছে।

কসবায় গ্রেপ্তার হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌর ছাত্রশিবিরের সহসভাপতি আমির হোসেন (২৮)। গতকাল সোমবার কসবা টি আলী ডিগ্রি কলেজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ডিগ্রি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য সেখানে গিয়েছিলেন।

কসবা থানার উপপরিদর্শক (এসআই) সাধনকান্তি চৌধুরী বলেন, আমির হোসেন দায়িত্বরত পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের দুটি মামলার আসামি।

7 June 2010

কুমিল্লায় পুলিশের বাধায় শিবিরের অনুষ্ঠান পণ্ড


নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা | তারিখ: ০৭-০৬-২০১০


কুমিল্লায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের জন্য গতকাল রোববার ইসলামী ছাত্রশিবির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। পুলিশ বলেছে, অনুমতি না নেওয়ায় তারা ওই অনুষ্ঠান হতে দেয়নি।

জানা গেছে, ছাত্রশিবিরের কুমিল্লা জেলা শাখা গতকাল রোববার শহরের কান্দিরপাড়ের লাকসাম সড়কে রজনীগন্ধা কমিউনিটি সেন্টারে ২০১০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের জন্য সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল সকাল ১০টায়। কিন্তু সকাল সাড়ে নয়টায় পুলিশ সেখানে গিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেয়। এ নিয়ে শিবিরের নেতাদের সঙ্গে পুলিশের বাগিবতণ্ডা হয়।
ছাত্রশিবিরের কুমিল্লা শহর শাখার সভাপতি মো. নাছির আহম্মেদ মোল্লা বলেন, ওই কমিউনিটি সেন্টার কোনো সরকারি স্থাপনা নয়। তাই তাঁরা পুলিশের অনুমতি নেননি।

কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম বলেন, যেকোনো রাজনৈতিক দল বা সংগঠন অনুষ্ঠান করতে গেলে পুলিশের অনুমতি নেয়। কিন্তু শিবির নেয়নি।

22 March 2010

ছাত্রলীগের বিক্ষোভ, সমাবেশঃ নিজামীকে গ্রেপ্তারের দাবি ওলামা-মাশায়েখ সংহতি পরিষদের



নিজস্ব প্রতিবেদক | তারিখ: ২৩-০৩-২০১০


জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে ওলামা-মাশায়েখ সংহতি পরিষদ। গতকাল সোমবার রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় পরিষদ এ দাবি জানায়।

‘স্বাধীনতাযুদ্ধে আলবদর-রাজাকার ও স্বাধীনতাবিরোধীদের ভূমিকা’ শীর্ষক এ আলোচনায় সভাপতিত্ব করেন ওলামা-মাশায়েখ সংহতি পরিষদের চেয়ারম্যান ও শোলাকিয়ার ইমাম মাওলানা ফরিদউদ্দিন মাসুদ। তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী ইসলামের শত্রু। তাঁদের মধ্যে ঈমানের বিন্দুমাত্রও নেই। তাঁরা মিথ্যাবাদী। আর এ কারণেই তাঁরা মহানবী (সা.)-এর সঙ্গে নিজামীর তুলনা করার ঔদ্ধত্য পায়।’ তিনি জামায়াতের এই ঔদ্ধত্যের বিরুদ্ধে গ্রামে-গ্রামে ও মহল্লায়-মহল্লায় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

আলোচনা সভায় বক্তারা বলেন, যুদ্ধাপরাধের বিচারে বিলম্ব হওয়ায় জামায়াতে ইসলামী মহানবী (সা.)-এর সঙ্গে নিজামীর তুলনা করার সাহস পেয়েছে। কাজেই আর দেরি না করে অবিলম্বে যুদ্ধাপরাধের বিচার শুরু করতে হবে। সরকার যদি নিজামী-মুজাহিদদের দ্রুত গ্রেপ্তার না করে, তাহলে বুঝতে হবে সরকারও তাঁদের সহযোগী। বক্তারা নিজামীকে আবু জেহেলের উত্তরসূরি হিসেবে অ্যাখ্যায়িত করেন।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মাওলানা আরিফ উদ্দিন মারুফ, এলাহী নেওয়াজ, আমিউল এহসান খান, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক সাহাদাত হোসেন প্রমুখ।

প্রসঙ্গত, গত বুধবার মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে ইসলামী ছাত্রশিবির আয়োজিত সিরাতুন্নবী (সা.)-এর আলোচনায় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম খান বলেছিলেন, ‘ইসলামের দাওয়াত দেওয়ার সময় মহানবী (সা.)-এর বিরুদ্ধে মিথ্যাচার, ষড়যন্ত্র হয়েছে। তেমনি আজ বাংলাদেশে নিজামীর বিরুদ্ধেও মিথ্যাচার ও ষড়যন্ত্র করা হচ্ছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ: আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জানান, মহানবী (সা.)-এর সঙ্গে নিজামীর তুলনা করার প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন থেকে দুপুর ১২টার দিকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে অপরাজেয় বাংলার পাদদেশে গিয়ে সমাবেশে মিলিত হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শেখ সোহেল রানার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান, বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব প্রমুখ। সমাবেশে বক্তারা নিজামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সমাবেশ শেষে নিজামীর কুশপুত্তলিকা পোড়ানো হয়।

বরুড়ায় কুশপুত্তলিকা দাহ: বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি জানান, মহানবী (সা.)-এর সঙ্গে নিজামীর তুলনা করার প্রতিবাদে বরুড়া উপজেলা শাখা ইসলামী ফ্রন্ট ও ইসলামী ছাত্রসেনার উদ্যোগে বরুড়া বাজারে বিক্ষোভ মিছিল হয়। মিছিল শেষে বিক্ষোভকারীরা নিজামীর কুশপুত্তলিকা পোড়ান।


খবরের লিংক

21 March 2010

বঙ্গবন্ধুকে অবমাননাঃ নবীনগরে জামায়াত শিবিরের নেতাদের বিরুদ্ধে মামলা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি | তারিখ: ২২-০৩-২০১০


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা হয়েছে। তথ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত বঙ্গবন্ধুর পোস্টারের ওপর শিবিরের পোস্টার সেঁটে দেওয়ায় পুলিশ গত শনিবার মামলাটি করে। পুলিশ শনিবার রাতেই এ মামলায় দৈনিক সংগ্রাম-এর নবীনগর প্রতিনিধি ও নবীনগর প্রেসক্লাবের অর্থ-সম্পাদক হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করে। গতকাল রোববার তাঁকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে প্রকাশিত পোস্টার সম্প্রতি উপজেলা সদরের বিভিন্ন স্থানে সাঁটা হয়। কিন্তু গত বৃহস্পতিবার রাতে ওই সব পোস্টারের ওপর ছাত্রশিবিরের নামে ছাপানো কিছু পোস্টার সেঁটে দেওয়া হয়। এতে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হন।

এ ঘটনার প্রতিবাদে শুক্রবার যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন। শনিবার নবীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল আউয়াল বাদী হয়ে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের অজ্ঞাতনামা নেতা-কর্মীদের আসামি করে রাষ্ট্রদ্রোহিতার মামলা করেন। ওই রাতেই হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা প্রথম আলোকে বলেন, সরকারের প্রকাশিত পোস্টারের ওপর ছাত্রশিবিরের পোস্টার লাগানোয় রাষ্ট্রদ্রোহের এ মামলা করা হয়েছে।

তবে গ্রেপ্তার হওয়া হেলাল উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, জামায়াতের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। ষড়যন্ত্রমূলকভাবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।


খবরের লিংক

13 March 2010

৩৭টি ককটেল উদ্ধার




ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | তারিখ: ১৩-০৩-২০১০


ব্রাহ্মণবাড়িয়ায় জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের পাশ থেকে ৩৭টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। জামায়াত কার্যালয় পৌর এলাকার ভাদুঘর ‘আল-হেরা কমপ্লেক্স’ সংলগ্ন মাঠ থেকে গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো ওই ককটেলগুলো উদ্ধার করা হয়।


খবরের লিংক

11 March 2010

খাগড়াছড়ির ঘটনায় কুমিল্লায় শিবির নেতা এয়াকুব গ্রেপ্তার




নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা | তারিখ: ১১-০৩-২০১০


খাগড়াছড়ির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট এলাকার রক্তাক্ত ঘটনায় জড়িত থাকার অভিযোগে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের শিবিরের প্যানেলের সাবেক সহসভাপতি (ভিপি) প্রার্থী এয়াকুব আলী চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ১১টার দিকে কুমিল্লা শহরের কান্দিরপাড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে খাগড়াছড়িতে আগুন লাগানো এবং পুলিশের ওপর হামলার অভিযোগে দুটি মামলা হয়েছে।

গতকাল বুধবার সকালে এয়াকুব আলী চৌধুরীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘পাহাড়িদের বাড়িতে আগুন লাগানো এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে খাগড়াছড়ি মডেল থানায় দুটি মামলা হয়। খাগড়াছড়ির পুলিশের অনুরোধে তাঁকে গ্রেপ্তার করা হয়। এক সপ্তাহ ধরে তাঁর গতিবিধির ওপর আমরা লক্ষ্য রাখছিলাম। তাঁকে শিগগিরই খাগড়াছড়ি পাঠানো হবে।’

পুলিশের একাধিক সদস্য জানান, এয়াকুব আলী চৌধুরী পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ কুমিল্লার প্রতিষ্ঠাতা সভাপতি। একই সঙ্গে তিনি পার্বত্য এলাকার মাটিরাঙ্গা জামায়াতেরও সভাপতি। খাগড়াছড়ির সহিংস ঘটনার পর তিনি কুমিল্লায় বাঙালি ছাত্রদের দিয়ে সরকারের বিরুদ্ধে মিছিল করান।

কুমিল্লায় এয়াকুবের উত্থান: ১৯৯১ সালে এয়াকুব আলী চৌধুরী খাগড়াছড়ি থেকে কুমিল্লায় আসেন। তখন তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হয়ে শহরের ধর্মপুর এলাকায় গৃহশিক্ষক হিসেবে থাকতেন। এরপর তিনি কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হন। ১৯৯৬ সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের প্যানেল থেকে নির্বাচন করে তিনি পরাজিত হন।

এয়াকুব পরে কুমিল্লা শহরে জামায়াতের মালিকানাধীন বেসরকারি হাসপাতাল কুমিল্লা মেডিকেল সেন্টারে কাজ নেন। ২০০৫ সালে জামায়াতের সাবেক সাংসদ সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরসহ কয়েকজন কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ স্থাপন করেন। এয়াকুব ওই কলেজে জনসংযোগ কর্মকর্তা (পিআও) হিসেবে যোগ দেন। সেখান থেকে তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লিনিকের ব্যবসায় সম্পৃক্ত হন। চারদলীয় জোট সরকারের শেষ পর্যায়ে তিনি কুমিল্লায় পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ গঠন করেন।


খবরের লিংক

19 February 2010

ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের রোকনের বাড়ি থেকে ককটেল উদ্ধার




ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | তারিখ: ১৯-০২-২০১০


ব্রাহ্মণবাড়িয়া শহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন রোকনের বাড়ি থেকে গতকাল বৃহস্পতিবার ককটেল, খেলনা পিস্তল ও ছোরা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, জামায়াতের রোকন মনোয়ার উদ্দিনের বাড়ি শহরের পূর্ব পাইকপাড়ার মাসুম মঞ্জিলে দুপুরের দিকে অভিযান চালানো হয়। এ সময় তাঁর ভাই মৃত জিয়াউল করিমের ঘর থেকে পাঁচটি ককটেল, একটি খেলনা পিস্তল ও একটি বড় ছোরা উদ্ধার করা হয়। পরে পুলিশ মনোয়ারের ভাতিজা মো. নাবিলকে আটক করে।

এদিকে বুধবার রাত সাড়ে নয়টার দিকে মনোয়ার উদ্দিনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একটি টিনশেড ঘর পুড়ে ছাই হয়ে যায়। মনোয়ার জানান, অগ্নিকাণ্ডের সময় তিনি বাড়িতে ছিলেন না। বাইরের কেউ তাঁর ঘর পুড়িয়ে দিয়েছে। ককটেল তাঁর ভাইয়ের ঘর থেকে উদ্ধার করা হয়েছে। নিজেকে জামায়াতের রোকন পরিচয় দিয়ে মনোয়ার বলেন, ‘মাসুম মঞ্জিলের লোকজন অনেক আগে থেকেই জামায়াতের সঙ্গে জড়িত। তবে আমার ভাইয়ের ছেলেরা রাজনীতির সঙ্গে জড়িত নয়।’

ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম সারোয়ার জানান, মনোয়ার জামায়াতের জেলা ইউনিটের সদস্য। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুল ইসলাম ককটেল উদ্ধারের কথা নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি রহস্যজনক। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা করা হবে।



খবরের লিংক

13 February 2010

হাজীগঞ্জে ছাত্রলীগ ও শিবির সংঘর্ষ নয়জন আটক




চাঁদপুর প্রতিনিধি | তারিখ: ১৩-০২-২০১০



চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় গতকাল শুক্রবার বিকেলে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে পাল্টাপাাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ নয়জনকে আটক করেছে।

জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মী হত্যার প্রতিবাদে গতকাল বিকেলে স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীরা হাজীগঞ্জের পশ্চিম বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল নিয়ে পূর্ব বাজারের শিবিরের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে ছাত্রলীগের বিক্ষুব্ধ কর্মীরা। এ সময় শিবিরের কর্মীদের সঙ্গে ছাত্রলীগের কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ছাত্রলীগের হামলায় তাদের নয় কর্মী আহত হয়েছে। তবে আহতদের নাম জানাতে পারেনি সংগঠনটি।


খবরের লিংক

12 February 2010

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রাবাসে বিস্ফোরণ, গ্রেপ্তার ৭

ব্রাহ্মণবাড়িয়া, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রাবাসে বৃহস্পতিবার রাতে একটি বোমা বিস্ফোরণের পর এক শিক্ষক ও শিক্ষার্থীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জামায়াতে ইসলামী নিয়ন্ত্রিত ওই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রাবাসে রাত ১২টার দিকে বোমা বিস্ফোরণ ঘটে বলে সদর থানার ওসি হামিদুল ইসলাম জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন- শিক্ষক মো. আতিকুর রহমান (২৮), ছাত্রাবাসের দারোয়ান মফিজুল ইসলাম (২৬), শিক্ষার্থী মফিজুল ইসলাম (১৮), মাহমুদুল হাসান (১৮) মনিরুল ইসলাম (১৭), মুকিত সরকার (১৮) ও মাহবুবুল ইসলাম (১৮)। শিক্ষার্থীরা সবাই এসএসসি পরীক্ষার্থী।

ওসি হামিদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বরেন, "রাতে ছাত্রাবাসে বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হয় এবং ছাত্রাবাসের একটি কক্ষের জানালার কাঁচ ও লাইট ভেঙ্গে যায়। এতে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে।"

গ্রেপ্তারকৃতদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোখলেছুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নাশকতার উদ্দেশ্যে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছিলো কি না, তা তদন্ত করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৪০০ ঘ.


খবরের লিংক

17 December 2009

মুক্তিযোদ্ধার সন্তানদের বৃত্তি দেবে ছাত্রশিবির!


নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা | তারিখ: ১৭-১২-২০০৯

মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী ছাত্রশিবির কুমিল্লা শহর শাখা মুক্তিযোদ্ধার সন্তানদের বৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে। ২৫ ডিসেম্বর বিকেল চারটায় কুমিল্লা শহরের একটি রেস্তোরাঁয় ওই অনুষ্ঠান আয়োজন করা হবে। একই সঙ্গে ছাত্রশিবির বীর শহীদদের স্মরণে কুমিল্লার দলীয় কার্যালয়ে ২৫ ডিসেম্বর আলোচনা সভা ও দোয়ার আয়োজন করবে।

গত মঙ্গলবার কুমিল্লার একটি স্থানীয় দৈনিক পত্রিকায় ছাত্রশিবির এ সম্পর্কিত একটি বিজ্ঞাপনও ছাপায়। এতে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার কথা বলা হয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের নাম নিবন্ধনের জন্য ২১ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়।

এ ব্যাপারে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা শহর শাখার সভাপতি নাছির আহমেদ মোল্লা বলেন, ‘গত বছর এটা ঢাকা থেকে শুরু হয়েছে। এবার কুমিল্লায় আমরা প্রথমবারের মতো আয়োজন করেছি।’
আমরা মুক্তিযোদ্ধার সন্তান কুমিল্লা শাখার সভাপতি তারিকুর রহমান বলেন, ‘এটা তাদের রাজনৈতিক ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। ইসলামী ছাত্রশিবির তো মুক্তিযুদ্ধের চেতনাই বিশ্বাস করে না। তাদের পূর্বসূরিদের ইতিহাস সবারই জানা। এ প্রজন্মকে বিভ্রান্ত করতে শিবির এ ধরনের উদ্যোগ নিয়েছে।’

জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক সফিউল আহামেদ প্রথম আলোকে বলেন, ‘লোক দেখানো এসব অনুষ্ঠান বাংলার মুক্তিকামী মানুষ তথা মুক্তিযোদ্ধারা মেনে নেবেন না। হঠাত্ করে তাদের এসব অপতত্পরতা কী কারণে, সেটা সবাই জানে।’


খবরের লিংক

16 December 2009

চাঁদপুরে জেএমবি সন্দেহে গ্রেপ্তার শিবির নেতা রিমান্ডে

চাঁদপুর প্রতিনিধি | তারিখ: ১৬-১২-২০০৯

নিষিদ্ধঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) কার্যক্রমে জড়িত সন্দেহে গ্রেপ্তার চাঁদপুরের হাইমচর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ইকবাল হোসেনকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে চাঁদপুরের মুখ্য বিচারিক হাকিম মো. মোজাম্মেল হক এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সোমবার সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের জন্য ইকবালকে হাইমচর থানায় ডেকে এনে ৫৪ ধারায় গ্রেপ্তার করে পুলিশ।ইকবাল চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নিজমেহার গ্রামের বাসিন্দা। পুলিশ তাঁর কাছ থেকে চাঁদপুর সরকারি কলেজের ইসলামি শিক্ষা বিভাগের প্রথম বর্ষের পরিচয়পত্র উদ্ধার করেছে।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ জানান, পুলিশের কাছে অভিযোগ রয়েছে, ইকবাল উপজেলার আলগী বাজার এলাকার ফারুক-ই আজম মাদ্রাসায় জেএমবির প্রশিক্ষণ ও সদস্য সংগ্রহ কার্যক্রম চালান। এর ভিত্তিতে রোববার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাওগাতুল আলমকে নিয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। কিন্তু ইকবাল পালিয়ে যান।

ওসি জানান, অভিযানের সময় ইকবালকে দাখিল পরীক্ষার্থী বলে দাবি করেন মাদ্রাসার তত্ত্বাবধায়ক উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মো. ওয়ালী উল্যাহ। কিন্তু ছাত্র হাজিরা বই তল্লাশি করে তাঁর তথ্যের সত্যতা মেলেনি। পরে মাদ্রাসার পাশের সিদ্দিকী আকবর এতিমখানায় ইকবালের কক্ষে তল্লাশি চালিয়ে শিবিরের বিভিন্ন প্রকাশনা জব্দ করা হয় এবং মাদ্রাসার তত্ত্বাবধায়ককে ২৪ ঘণ্টার মধ্যে ইকবালকে থানায় হাজির করার নির্দেশ দেওয়া হয়। সোমবার সন্ধ্যায় মাদ্রাসার তত্ত্বাবধায়ক ও উপজেলা জামায়াতের নেতারা ইকবালকে থানায় নিয়ে এলে পুলিশ তাকে আটক করে।

মো. ওয়ালী উল্যাহ প্রথম আলোকে জানান, মাদ্রাসায় থেকে ইকবাল উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে দলীয় কার্যক্রম পরিচালনা করেছে। জেএমবির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।


খবরের লিংক

14 August 2009

কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগ-শিবির সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা | তারিখ: ১৪-০৮-২০০৯

কুমিল্লা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন একটি মেসে গত বুধবার রাতে ছাত্রলীগ ও ছাত্রশিবির নেতা-কর্মীদের সংঘর্ষে উভয় পক্ষের নয়জন আহত হয়েছেন। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ পাশে সালমানপুর গ্রামের ‘আধুনিক মেস’-এ অর্থনীতি বিভাগের ছাত্র ও শিবিরকর্মী জামাল হোসেনের সঙ্গে একই বিভাগের ছাত্রলীগকর্মী মুহিনের নোট নিয়ে ঝগড়া হয়। এরপর মুহিনকে মেস থেকে বের করে দেন জামাল। খবর পেয়ে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহমুদুর রহমান এবং সাধারণ সম্পাদক আল আমিন ওই মেসে যান।

ছাত্রলীগ নেতা আল আমিন অভিযোগ করেন, শিবিরকর্মীরা তাঁদের ওপর হামলা চালিয়েছেন। এতে হিসাববিজ্ঞান প্রথম বর্ষের ছাত্র মাহবুবুল আলম, অর্থনীতি দ্বিতীয় বর্ষের ছাত্র ইসরাফিল হোসেন, অর্থনীতি প্রথম বর্ষের ছাত্র মুহিন, ইংরেজি দ্বিতীয় বর্ষের ছাত্র ফাহিম এবং ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্র হাসান আহত হন। এঁরা সবাই ছাত্রলীগকর্মী বলে তিনি দাবি করেন।

তবে শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক কমিটির প্রধান এবং কোটবাড়ী শিবিরের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ অভিযোগ করেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা মেসে হামলা চালান। এতে তাঁদের কর্মী ইংরেজি প্রথম বর্ষের ছাত্র সাব্বির, অর্থনীতি প্রথম বর্ষের ছাত্র ওয়ালিউর রহমান মামুন, লোকপ্রশাসন বিভাগের মোস্তফা কামাল ও অর্থনীতির ছাত্র জামাল হোসেন আহত হন।

কুমিল্লার সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত্ হোসেন খান জানান, থানায় কোনো মামলা হয়নি। বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।


খবরের লিংক