16 February 2010

জেলায় জেলায় জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি

প্রিয় দেশ ডেস্ক

জামায়াত শিবিরের রাজনীতি তথা সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধের দাবিতে জেলায় জেলায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। কালের কণ্ঠ প্রতিনিধিদের পাঠানো খবর :

চট্টগ্রাম : সোমবার বিকেলে চট্টগ্রাম হকার্স লীগ স্টেশন রোড ইউনিটের সভাপতি এমরান হোসেনের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে বক্তৃতা করেন প্রবীণ কুমার ঘোষ, জাহেদুল হক চৌধুরী প্রমুখ।

ফরিদপুর : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ফরিদপুর জেলা কমিটির উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

সোমবার বিকেল ৪টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক রফিকুজ্জামান লায়েক, আব্দুল মালেক শিকদার, তোফাজ্জল হোসেন লস্কর ও শামসুর রহমান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

গাইবান্ধা : জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধসহ জঙ্গিবাদ নির্মূলের দাবিতে সোমবার গাইবান্ধায় এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। জেলা সিপিবির উদ্যোগে আয়োজিত ওই বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিবি রোডের ১ নম্বর ট্রাফিক মোড়ে মানববন্ধন করে। মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন ওয়াজিউর রহমান রাফেল, মিহির ঘোষ, মোস্তাফিজার রহমান মুকুল প্রমুখ।

ঝিনাইদহ : সোমবার বিকেলে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। শহরের পায়রা চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল। প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান, আওয়ামী লীগ নেতা তৈয়ব আলী জোয়ার্দ্দার, কনক কান্তি দাস, জেড এম রশিদুল ইসলাম, নজরুল ইসলাম, এনামুল হক লিকু, স্বেচ্ছাসেবক লীগ নেতা মতিয়ার রহমান প্রমুখ।


খবরের লিংক

No comments:

Post a Comment

মন্তব্য করুন