চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, 'জামায়াত-শিবির সমর্থকরা প্রশাসনের বিভিন্ন পদে বসে কলকাঠি নাড়ছেন। তাদের দোসররা প্রশাসনের ভেতরে অবস্থান করে বিভিন্ন কৌশলে সহায়তা দিচ্ছে। ফলে জামায়াত-শিবির ক্যাডাররা রগকাটাসহ হত্যাযজ্ঞ চালানোর পরও রেহাই পেয়ে যাচ্ছে।'
গতকাল বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা ইউনিট কমান্ড আয়োজিত মুক্তিযোদ্ধা জনতা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সারা দেশে স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির কর্তৃক খুন, অরাজকতা, বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে ও অবিলম্বে যুদ্ধাপরাধীর বিচার, বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে এবং শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শুরুর আগে শহীদ মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সমাবেশে মেয়র আরো বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মহিউদ্দিনকে ষোলশহর রেল স্টেশনে হত্যা করা হলো। কিন্তু জিআরপিতে জামায়াতের এক কর্মকর্তা থাকায় এখনো হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত করা সম্ভব হয়নি। তাকে বদলি না করলে ঘটনার সুষ্ঠু বিচার হবে না।
মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার ফাহিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, মোহাম্মদ মাঈনউদ্দিন, সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু, উত্তর জেলা সাধারণ সম্পাদক এম এ সালাম, মুক্তিযোদ্ধা কমান্ডারদের মধ্যে সাহাবউদ্দিন আহম্মেদ, এস এম মুর্তুজা হোসেন, আবদুর রাজ্জাক, আবদুল হান্নান, মুক্তিযোদ্ধা গবেষণা কেন্দ্রের সভাপতি ডা. মাহফুজুর রহমান, ন্যাপ নেতা অ্যাডভোকেট আবদুল মোমিন ভূঁইয়া, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শাহ আলম, নগর ছাত্রলীগের সভাপতি এম আর আজিম, মাহবুবুল হক, এস সি বিশ্বাস, মেজর (অব.) মোহাম্মদ হোসেন, অ্যাডভোকেট আনোয়ারুল কবির চৌধুরী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, যুদ্ধাপরাধীর বিচার না হলে দেশ থেকে বিশৃঙ্খলা রোধ করা যাবে না। যখন যুদ্ধাপরাধীর বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে এমনি মুহূর্তে তারা দেশে বিশৃঙ্খলা শুরু করেছে। যুদ্ধাপরাধীদের বিচার না হওয়া পর্যন্ত মুক্তিযোদ্ধারা সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন অব্যাহত রাখবে।
খবরের লিংক
No comments:
Post a Comment
মন্তব্য করুন