26 March 2011

ঢাকায় ১৭ শিবিরকর্মী গ্রেপ্তার

Sat, Mar 26th, 2011 1:59 pm BdST

ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শান্তিনগরে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাংচুরের অভিযোগে ইসলামী ছাত্রশিবিরের ১৭ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সকাল ৯টার দিকে তাদের গ্রেপ্তার করা হয় বলে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকশ শিবিরকর্মী কাকারাইল মোড় থেকে একটি মিছিল বের করে। মিছিলটি শান্তিনগরে এসে বিভিন্ন গাড়ি ভাংচুর শুরু করে।

ওই সময় পুলিশ বাধা দিলে শিবিরকর্মীরা পুলিশের ওপর ইট ছোড়ে বলেও সোহেল জানান। তখন পুলিশ ঘটনাস্থল থেকে ১৭ শিবিরকর্মীকে গ্রেপ্তার করে।

তারা হলেন- হাফিজুর রহামান (১৮), হেলাল উদ্দিন (২২), মমিনুল করিম (১৮), দেলোয়ার হোসেন (২১), সারোয়ার হোসেন (২১), আলী হোসেন (২২), মোজাহিদুল ইসলাম (১৮), রকিব (২২), রফিবুল ইসলাম (১৮), আবু জায়েদ (১৮), রুহুল আমিন (২২), জাবেদ ইকবাল (২৪), শরিফুল ইসলাম (২০), বাপ্পি (১৮), মাসরুর আহমেদ (২১), রবিউল ইসলাম (২১) ও আশিকুর রহমান (২২)।

এদের অধিকাংশই বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র জাবেদ ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে তারা শোভাযাত্রা বের করেছিলেন। তার ওপর পুলিশ বিনা উস্কানিতে হামলা চালায়।

গাড়ি ভাংচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেন তিনি।

পুলিশ বলছে, শিবিরকর্মীদের ছোড়া ইটে তাদের চার জন আহত হয়েছে।

তারা হলেন- আব্দুল কুদ্দুস (পরিদর্শক তদন্ত),মাহবুবুল আলম (উপপরিদর্শক), নুরে আলম ও মো. আমিনুল (কনস্টেবল)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৩৪০ ঘ.

No comments:

Post a Comment

মন্তব্য করুন