23 March 2011

কর ফাঁকিতে অভিযুক্ত মীর কাশেম

Wed, Mar 23rd, 2011 4:50 pm BdST

ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর ফাঁকির একটি মামলায় জামায়াতে ইসলামীর মজলিসে শূরার সদস্য মীর কাশেম আলীর বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে।

বুধবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হকের আদালতে অভিযোগ গঠন হয়।

দিগন্ত মিডিয়া লি. ও কেয়ারী লিমিটিডের চেয়্যারম্যান মীর কাশেম ওই সময় আদালতে ছিলেন।

আদালতে অভিযোগ পড়ে শোনানোর পর কাশেম নিজেকে নির্দোষ দাবি করেন।

অভিযোগ গঠনের পর আদালত আগামী ১০ এপ্রিল বিচার শুরুর দিন ঠিক করেছে। সেদিন সাক্ষ্য গ্রহণ শুরু হবে।

মীর কাশেম মামলা থেকে অব্যাহতির জন্য আবেদন করলেও তা নাকচ করেন বিচারক।

গত বছরের ১৯ অগাস্ট জাতীয় রাজস্ব বোর্ডের উপকর কমিশনার মো. মনিরুজ্জামান এ মামলাটি দায়ের করেন।

মামলায় বলা হয়, ২০০৫ থেকে ২০০৬ করবর্ষে মীর কাশেম ২৭ লাখ ৮৫ হাজার ১১৮ টাকার ৩৭ পয়সা আয়ের তথ্য গোপন করে ৮ লাখ ৯০ হাজার ৬১ টাকা কর ফাঁকি দেন।

মামলা দায়েরের তিন দিন পর ২২ অগাস্ট কাশেম হাইকোর্ট থেকে জামিন নেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এলএন/এমআই/১৬৪০ ঘ.

No comments:

Post a Comment

মন্তব্য করুন