সিলেট অফিস
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-ছাত্রশিবির সংঘর্ষে উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এ সংঘর্ষ ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন, ছাত্রলীগ কর্মী অর্জুন দাশ, রানা রায়, ধ্রুব, রাহাত রায়, ছাত্রশিবির কর্মী আরিফ হাসান, আরিফ উদ্দিন, আবদুর রহিম, নাজমুস সাকিব, সিকৃবি শিবিরের সভাপতি সাবি্বর আহমদ। বাকি আহতদের নাম জানা যায়নি। তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
ছাত্রলীগ দাবি করেছে, বহিরাগত ক্যাডারদের নিয়ে ছাত্রশিবির ক্যাম্পাসে মহড়া দিলে সাধারণ ছাত্ররা তাদের প্রতিহত করে। অন্যদিকে ছাত্রশিবির এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, বঙ্গবন্ধু হলে নিয়মিত কার্যক্রম শেষে বেরিয়ে যাওয়ার পথে ছাত্রলীগ ক্যাডাররা তাদের ওপর হামলা চালায়।
বিভিন্ন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টায় শিবিরের সিকৃবি শাখা সভাপতি সাবি্বর আহমদ পাঁচ কর্মী নিয়ে বঙ্গবন্ধু হলের ২০৭ নম্বর কক্ষে সভা করেন। সভা শেষে বেরিয়ে যেতে চাইলে ছাত্রলীগ কর্মীরা হলের প্রধান কলাপসিবল ফটক বন্ধ করে বাইরে অবস্থান নেন। এ সময় অবরুদ্ধ শিবির কর্মীরা জোরপূর্বক ফটক খুলে বেরিয়ে কাঁঠাল চত্বরে এলে ছাত্রলীগ কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান। ধাওয়া খেয়ে শিবির কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করতে করতে বিশ্ববিদ্যালয়ের পেছনের ফটক দিয়ে পালিয়ে যান।
ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আফরাত হোসেন বলেন, 'ক্যাম্পাস থেকে বহিষ্কৃত শিবির সভাপতি সাবি্বর আহমদ বহিরাগত ক্যাডার নিয়ে ক্যাম্পাসে অবস্থান নেয়। সাধারণ ছাত্ররা এ সময় তাকে প্রশাসনের হাতে তুলে দিতে চাইলে শিবির ক্যাডাররা ছাত্রদের ওপর অতর্কিত হামলা চালায়।'
শিবিরের সিকৃবি শাখা সভাপতি সাবি্বর আহমদ বলেন, 'আমরা নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে বঙ্গবন্ধু হলে যাই। হল থেকে বিরিয়ে আসার সময় ওঁৎ পেতে থাকা ছাত্রলীগ ক্যাডাররা আমাদের ওপর হামলা চালায়।'
No comments:
Post a Comment
মন্তব্য করুন