4 February 2011

ইসলামী ব্যাংকের বিরুদ্ধে অবৈধভাবে জাকাতের টাকা সংগ্রহের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

ইসলামী ব্যাংকের বিরুদ্ধে অবৈধভাবে জাকাতের টাকা সংগ্রহ ও তা রাজনৈতিক দলের জন্য ব্যয় করার অভিযোগ উঠেছে। এ অভিযোগ করেছে জাকাত বোর্ড ও ইসলামিক ফাউন্ডেশন। ব্যাংকিং নীতি না মেনে ধর্মপ্রাণ মুসলমানদের কাছ থেকে এত দিন ধরে সংগ্রহ করা অর্থ সরকারের জিম্মায় ফেরত নেওয়ার আবেদন জানিয়েছে সংস্থা দুটি। এ ছাড়া এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংস্থা দুটি অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল গতকাল বৃহস্পতিবার রাতে কালের কণ্ঠকে বলেন, 'জাকাত বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী জাকাত সংগ্রহের জন্য আমরা ইসলামী ব্যাংকে হিসাব খুলি। এই হিসাব থেকে পাওয়া অর্থ শরিয়ত মোতাবেক আমরা আটটি খাতে ব্যয় করি। ইসলামী ব্যাংক সরকারি ব্যাংক হিসাবের আদলে নিজেরাও হিসাব খোলে। সেই হিসাবে প্রাপ্ত টাকা তারা নিজেদের মতো করে ১৫টি খাতে ব্যয় করে। এটা সম্পূর্ণ বেআইনি।'

No comments:

Post a Comment

মন্তব্য করুন