জিহাদি বইসহ তিন শিবিরকর্মী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক | তারিখ: ২১-১২-২০১০
পুরান ঢাকার সৈয়দ হাসান আলী লেনের একটি বাড়ি থেকে জিহাদি বই ও সিডিসহ তিন শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
আজ মঙ্গলবার সন্ধ্যায় তাঁদের গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি থানার উপপরিদর্শক আবুল হাসান প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নেতৃত্বে একটি দল ২০/২ সৈয়দ হাসান আলী লেনের ছয়তলা বাড়ির চতুর্থ তলার একটি মেসে অভিযান চালায়। সেখানকার একটি কক্ষ থেকে শিবিরকর্মী মহিউদ্দিন, আমজাদ হোসেন ও রিফাতকে গ্রেপ্তার করে। পরে তাঁদের থানায় নেওয়া হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া তিনজনই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এঁরা ইসলামী ছাত্রশিবিরের কর্মী। তাঁরা কক্ষের সামনে বিশাল আকারের বঙ্গবন্ধুর ছবি টানিয়ে রাখতেন। তাঁদের কক্ষে জিহাদি বই ছাড়াও পর্ন সিডি পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
No comments:
Post a Comment
মন্তব্য করুন