9 November 2010

বঙ্গবন্ধুর মাজার জিয়ারতের পর এবার জামায়াত ত্যাগ: নিয়াজ বেগ আ. লীগে যাচ্ছেন?

রফিকুল ইসলাম, বরিশাল

জামায়াতে ইসলামী বরিশাল নগরীর কাশিপুর অঞ্চলের সাবেক আমির ও সিটি করপোরেশনের কাউন্সিলর নিয়াজ মাহমুদ বেগ জামায়াতের রাজনীতির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করেছেন। বিষয়টি জানিয়ে গত সোমবার তিনি বিভিন্ন পত্রিকা অফিসে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন। গত আগস্টে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছিলেন এবং খবরটি পত্রপত্রিকায় আসে। জামায়াত নেতা হয়ে বঙ্গবন্ধুর মাজার জিয়ারতের পর থেকেই অনেকের সন্দেহ, নিয়াজ মাহমুদ আওয়ামী লীগে যোগ দিচ্ছেন। তবে এখনো এ গুঞ্জনের কোনো সত্যতা মেলেনি।
গত সোমবার রাতে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে নিয়াজ মাহমুদ বলেন, এর আগে তিনি রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন কর্মী ছিলেন। সিটি করপোরেশন নির্বাচনের তফসিল অনুযায়ী তিনি দল থেকে অব্যাহতিপত্র নিয়ে নির্বাচন কমিশনে দাখিল করেন। বর্তমানে তিনি একজন কাউন্সিলর হিসেবে দলমত নির্বিশেষে এলাকার উন্নয়নের স্বার্থে কাজ করছেন। এখন থেকে তাঁর সঙ্গে জামায়াতের কোনো সাংগঠনিক যোগাযোগ নেই বলেও তিনি বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে নিয়াজ মাহমুদ বেগ গতকাল মঙ্গলবার কালের কণ্ঠকে বলেন, 'সিটি করপোরেশন নির্বাচনের সময় আমি নগরীর কাশিপুর অঞ্চল জামায়াতের আমিরের দায়িত্বে ছিলাম। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশ নেওয়ায় জামায়াতের নীতিনির্ধারকরা তখন দল থেকে আমাকে অব্যাহতি দেন। তবুও অনেকে জামায়াতের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে জড়িত রয়েছি বলে অপপ্রচার চালাচ্ছে। তাই এ অপপ্রচার বন্ধ করে সমাজসেবায় বেশি সময় ব্যয় করার জন্য সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টির আনুষ্ঠানিক ঘোষণা দেই।'
আওয়ামী লীগে যোগদানের খবরটিকে তিনি ভিত্তিহীন দাবি করেন। নিয়াজ মাহমুদ বেগ বলেন, 'মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক সিটি মেয়র অ্যাডভোকেট শওকত হোসেন হিরনের আমন্ত্রণেই গত আগস্টে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত ও তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণে অংশ নিয়েছিলাম। তাই বলে আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত নই।'
এদিকে নিয়াজ মাহমুদ বেগের ব্যাপারে জানতে চাইলে জামায়াত নেতারা দুই ধরনের বক্তব্য দিয়েছেন। ৩০ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির সাবের আহম্মেদ কালের কণ্ঠকে বলেন, 'নির্বাচনে জয়ের পর জামায়াতের অভ্যন্তরীণ সভায় তিনি (নিয়াজ) অংশ নিতেন। এখনো দলীয় যেকোনো সমস্যায় তাঁর পরামর্শ নিয়েই অধিকাংশ কাজ করি। তবে আগের মতো তিনি এখন আর দলের জন্য সময় দেন না।' তবে বরিশাল মহানগর জামায়াতের আমির অ্যাডভোকেট মোয়ায্যম হোসাইন হেলাল জানান, নিয়াজ মাহমুদ বেগ কখনো তাঁদের নেতা বা কর্মী ছিলেন না। তাঁর অভিযোগ, নিয়াজ মাহমুদ এ নিয়ে অপপ্রচার চালাচ্ছেন।
তবে ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিয়াজ মাহমুদের আওয়ামী লীগে যোগদানের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট শওকত হোসেন হিরন। তিনি গতকাল কালের কণ্ঠকে বলেন, 'দলমত নির্বিশেষে আমি সব কাউন্সিলরকে চিঠি দিয়েছিলাম বঙ্গবন্ধুর মাজার জিয়ারত অনুষ্ঠানে অংশ দিতে। এতে সাড়া দিয়ে জামায়াতের একসময়ের কর্মী নিয়াজ মাহমুদ বেগ শোক দিবসের অনুষ্ঠানে যোগ দেন।'

No comments:

Post a Comment

মন্তব্য করুন