10 November 2010

শিবিরের আরও ১৮ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সিলেট | তারিখ: ১১-১১-২০১০

সিলেটের ওসমানী মেডিকেল কলেজে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় শিবিরের আরও ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার দুপুর পর্যন্ত সিলেট নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এই সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা ৬৫।

সর্বশেষ দফায় গ্রেপ্তার হওয়া শিবিরের ১৮ নেতা-কর্মীর মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১০ নেতা-কর্মী রয়েছেন। তাঁরা হলেন বাহারুল ইসলাম, ওয়াহিদুল ইসলাম, ফয়সল মাহমুদ সাকিব খান, সায়েম আল মাসুম, নুরুল ইসলাম, জাকির, মিজানুর রহমান, সানাউল্লাহ সানি, মাসুদ ও ইসলাম উদ্দিন। পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার হওয়া বাকি আটজনকে কলেজ কর্তৃপক্ষের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এদিকে গত মঙ্গলবার র্যা বের হাতে গ্রেপ্তার হওয়া ১৩ জনকে গতকাল বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নারায়ণ দত্ত বলেন, সংঘর্ষের পর পুলিশ ও র্যা ব পৃথকভাবে অভিযান চালিয়ে এ পর্যন্ত ৬৫ জনকে গ্রেপ্তার করেছে।

উল্লেখ্য, গত সোমবার সিলেটের ওসমানী মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম চলাকালে নবাগত শিক্ষার্থীদের দলে ভেড়ানোকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে পুলিশসহ ৩০ জন আহত হয়।

No comments:

Post a Comment

মন্তব্য করুন