6 October 2010

পিরোজপুরে মাদ্রাসা থেকে জিহাদি বই, অস্ত্র উদ্ধার অধ্যক্ষসহ আটক ৩

বরিশাল অফিস ও পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের জিয়ানগর উপজেলার বালিপাড়া ইউনিয়নের চান সিরাজিয়া মহিলা আলিম মাদ্রাসা থেকে জেএমবির জিহাদি বই, লিফলেট, প্যাড ও অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে। মাদ্রাসার অধ্যক্ষের কক্ষ থেকে গতকাল মঙ্গলবার সকালে এগুলো উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে মাদ্রাসা অধ্যক্ষসহ তিনজনকে আটক করা হয়েছে। তাঁরা হচ্ছেন মাদ্রাসার অধ্যক্ষ ও বালিপাড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা শরীফ সুলতান মাহমুদ, মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক আনোয়ার হোসেন ফরাজী এবং ওই প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণীর কর্মচারী আবদুল খালেক শেখ।

জিয়ানগর থানার উপপরিদর্শক ফারুক হোসেন জানান, অভিযানে জেএমবির ১১ সদস্যের একটি তালিকাও উদ্ধার করা হয়। অধ্যক্ষ শরীফ সুলতান মাহমুদ সাংবাদিকদের বলেন, 'আমাকে ফাঁসানোর জন্যই এ কাজ করা হয়েছে।'

No comments:

Post a Comment

মন্তব্য করুন