9 October 2010

সাঘাটায় জামায়াত নেতার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা উপজেলা জামায়াতের নায়েবে আমির ছিলমানেরপাড়া সিরাজুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এ বি এম ছলিম উদ্দিন ব্যাপারীর বিরুদ্ধে ওই মাদ্রাসার আয়াকে ধর্ষণ প্রচেষ্টার অভিযোগ উঠেছে। ছলিম উদ্দিন ব্যাপারী ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সাঘাটা-ফুলছড়ি আসনে এমপি প্রার্থী ছিলেন। এ ব্যাপারে শুক্রবার রাতে সাঘাটা থানায় আয়া নুরুন্নাহার বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

নুরুন্নাহার বেগমের অভিযোগ, মামলার বিবরণ, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নুরুন্নাহার ওই মাদ্রাসায় আয়া এবং তাঁর বাবা নুরুল ইসলাম সেখানে এমএলএসএস পদে চাকরিরত। জামায়াত নেতা অধ্যক্ষ ছলিম উদ্দিন প্রায়ই আয়া নুরুন্নাহারকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু নুরুন্নাহার ওই কুপ্রস্তাবে রাজি না হওয়ায় অধ্যক্ষ তাঁর বাবা নুরুল ইসলামসহ তাঁকে চাকরিচ্যুত করার হুমকি দিতেন। তাঁরা বিভিন্ন সময় বিষয়টি অন্যান্য শিক্ষক এবং মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যদের জানালে তাঁরা এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেননি। বৃহস্পতিবার রাতে অধ্যক্ষ ছলিম উদ্দিন ব্যাপারী কৌশলে নুরুন্নাহারের শোয়ার ঘরে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় নুরুন্নাহার চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে ছলিম উদ্দিনকে হাতে-নাতে আটক করে বেদম মারধর করে। পরে মাদ্রাসা পরিচালনা কমিটির এক সদস্য মীমাংসার কথা বলে তাঁকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেন।

No comments:

Post a Comment

মন্তব্য করুন