শেরপুর প্রতিনিধি | তারিখ: ১৩-১০-২০১০
আসন্ন দুর্গাপূজায় নাশকতামূলক কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির সন্দেহে শেরপুর জেলা জামায়াতের নয়জন নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। শেরপুরের জেলা গোয়েন্দা ও সদর থানার পুলিশ গতকাল মঙ্গলবার ভোররাতে জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য মো. আবদুল জলিলের বাগরাকসা এলাকার বাসভবন থেকে তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য মো. আবদুল জলিল ও মো. নুরুজ্জামান বাদল, ঝিনাইগাতী উপজেলার আমির মাওলানা মো. নুরুন্নবী ও সেক্রেটারি মো. আবদুল হাকিম, জামায়াতের কেন্দ্রীয় জ্যেষ্ঠ সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের বড় ভাই মো. কফিল উদ্দিন, জেলা জামায়াতের কর্মী মোকাররম হোসেন ও মো. জুয়েল মিয়া এবং নালিতাবাড়ী উপজেলা জামায়াতের কর্মী মোস্তফা ফারুক ও মো. খায়রুল ইসলাম। গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় শেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ও দ্রুত বিচার আদালতের বিচারক নুরুল আলম মোহাম্মদ নিপুর আদালতের মাধ্যমে তাঁদের শেরপুর জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
শেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত নয়জন জামায়াত নেতা-কর্মীর বিরুদ্ধে ডিবি পুলিশের উপপরিদর্শক পারভেজ আহমেদ বাদী হয়ে আইনশৃঙ্খলা বিঘ্নকারী (দ্রুত বিচার) অপরাধের ৪(১) ধারায় শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। প্রাথমিক তদন্তে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
অপরদিকে গ্রেপ্তারকৃত জামায়াত নেতা মো. আবদুল জলিল অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর বাসায় কোনো ধরনের বৈঠক অনুষ্ঠিত হয়নি এবং অন্য নেতা-কর্মীদেরও তাঁর বাসা থেকে গ্রেপ্তার করা হয়নি। রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে পুলিশ মিথ্যা মামলা সাজিয়ে তাঁদের গ্রেপ্তার করেছে বলে তিনি জানান।
No comments:
Post a Comment
মন্তব্য করুন