28 October 2010

জামায়াতের সাবেক সাংসদসহ ২০ জন গ্রেপ্তার

Thu, Oct 28th, 2010 2:57 pm BdST

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে এক বাসা থেকে জামায়াতে ইসলামীর এক সাবেক সাংসদসহ ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বাসাটি থেকে ছয়টি বোমা, বোমা তৈরির সরঞ্জাম এবং জিহাদী বইও উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতদের মধ্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী-১ আসনের সাবেক সাংসদ অধ্যাপক মুজিবুর রহমান এবং খুলনা মহানগর জামায়াতের নায়েবে আমির শফিকুল আলম রয়েছেন। অন্যরা বিভিন্ন জেলার জামায়াতের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

আটকদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেছে পুলিশ।

পুলিশের মিরপুর জোনের সহকারি কমিশনার জসিম মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, "তাদের বিরুদ্ধে অন্য ধারায়ও মামলা করা হতে পারে।"

মিরপুরের ১ নম্বর সেকশনের কালওয়ালা পাড়ার মোহর আলীর বাসায় বৃহস্পতিবার দুপুরে এ অভিযান চালানো হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার ইমতিয়াজ আহমেদ।

তিনি বলেন, "বাসাটি থেকে ছয়টি বোমা, বোমা তৈরির বেশ সরঞ্জাম এবং কিছু জিহাদী বইও উদ্ধার করা হয়েছে।"

বাড়ির মালিক মোহর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জামায়াতের মিরপুর শাখার আমীর অধ্যক্ষ মাহফুজুর রহমান তার ভবনের ২য় তলা ভাড়া নিয়ে একটি কোচিং সেন্টার খোলেন।

বৃহস্পতিবার জামায়াতের সদস্য হাবিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এজন্য জামায়াতের সদস্যরা কোচিং সেন্টারে আসেন বলে জানান মোহর আলী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এজে/এমআই/পিডি/১৮৪৭ ঘ.

No comments:

Post a Comment

মন্তব্য করুন