2 October 2010

রাজশাহীতে জামায়াত নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী | তারিখ: ০২-১০-২০১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণ করে ত্রাস সৃষ্টির মামলায় আজ শনিবার দুপুরে চঁাপাইনবাবগঞ্জের জামায়াতে ইসলামীর সাবেক পেৌর আমির ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর কাশিমপুর আলিম মাদ্রাসার সুপার আবদুস সবুরকে গ্রপ্তোর করা হয়েছে। রাজশাহীর গোদাগাড়ী থানার পুলিশ তঁাকে গ্রপ্তোর করে নগরের বোয়ালিয়া থানায় পাঠিয়েছে।

নগরের বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, গত ৩০ জুন রাজশাহী মহানগরে মিছিল করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টির অভিযোগে বোয়ালিয়া থানায় বিস্ফোরক আইনে একটি মামলা হয়। এ মামলায় ৩৪ জনের বিরুদ্ধে এজাহার এবং ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। সম্প্রতি মামলার আসামি জামায়াতের রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সেক্রেটারি আবদুল মালেককে গ্রপ্তোর করা হয়। তঁার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ আবদুস সবুরকে আজ তঁার মাদ্রাসার সামনে থেকে গ্রপ্তোর করে।
আবদুর রাজ্জাক আরও বলেন, আবদুস সবুরকে কাল রোববার আদালতে সোপর্দ করা হবে।

No comments:

Post a Comment

মন্তব্য করুন