বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখার তেলিগুল এলাকা থেকে পুলিশ ইসলামী ছাত্রশিবিরের ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে বড়লেখা পৌর শহরের ওই এলাকার উপজেলা জামায়াতে ইসলামীর রুকন আবদুস শহীদের বাড়িতে ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। শিবিরের ৫০-৬০ জন কর্মী উপস্থিত থাকলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে দৌড়ে পালিয়ে যান। পুলিশ সেখান থেকে ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় মামলা করার পর গ্রেপ্তারকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।
No comments:
Post a Comment
মন্তব্য করুন