21 September 2010

মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার: তদন্ত সংস্থার বিরুদ্ধে জামায়াতের দেশব্যাপী সমাবেশ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধ চলাকালে মানবতার বিরুদ্ধে অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার বিরুদ্ধে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর দেশের সব মহানগর, জেলা ও উপজেলায় সমাবেশ কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী।

গতকাল মঙ্গলবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন। এ সময় তিনি দাবি করেন, একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে 'জামায়াত নেতাদের কেউই রাজাকার, আল-বদর, আল-শামস বাহিনীর সঙ্গে জড়িত ছিলেন না।'

এ টি এম আজহারুল ইসলাম অভিযোগ করেন, বিশেষ মতাদর্শের লোকদের নিয়ে গঠিত তদন্ত সংস্থার কর্মকর্তারা জামায়াত নেতাদের নির্বাচনী এলাকা সফর করে তাঁদের চরিত্র হননের জন্য দলীয় লোকদের দিয়ে সাক্ষী নেওয়া ও আলামত খোঁজার প্রহসনমূলক তৎপরতা চালাচ্ছে।

তিনি বলেন, 'জামায়াতের আমির মাওলানা নিজামী, সাঈদী, মুজাহিদ, কামারুজ্জামান, কাদের মোল্লাসহ বর্তমান নেতাদের কেউই তখন জামায়াতের সাংগঠনিক পদে ছিলেন না। অনেকেই তখন ছাত্র ছিলেন। তাঁরা যদি কোনো ধরনের অপরাধে জড়িত থাকতেন, তাহলে নিশ্চয়ই তখনকার আওয়ামী লীগ সরকার এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ছাড় দিতেন না। এখন রাজনৈতিক উদ্দেশ্যেই তাঁদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধের মামলা করা হয়েছে।'

জামায়াতের সাবেক আমির গোলাম আযম ও গ্রেপ্তারকৃত নেতাদের সম্পর্কে গত রবিবার ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাকের দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, গোলাম আযম তাঁর বিরুদ্ধে উত্থাপিত সব অভিযোগ মিথ্যা প্রমাণ করে দেশের সর্বোচ্চ আদালত থেকে নাগরিকত্ব লাভ করেছেন।

জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বলেন, 'স্বাধীনতার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান কর্তৃক গঠিত তদন্ত কমিটির তৈরি যুদ্ধাপরাধীদের তালিকায়ও জামায়াতে ইসলামীর কারো নাম ছিল না। সে সময় তদন্ত কমিটি যুদ্ধাপরাধের জলজ্যান্ত অপরাধের কোনো তথ্য-প্রমাণ খুঁজে পায়নি। এখন স্বাধীনতার ৩৯ বছর পর তথাকথিত তদন্ত কমিটি যুদ্ধাপরাধের তথ্য-প্রমাণ পেল কিভাবে?

তিনি বলেন, সরকার ১৯৭১ সালের ২ আগস্ট গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে রাজাকার বাহিনী গঠন করে এবং এ বাহিনী পুলিশের আওতায় অর্ডিন্যান্স মোতাবেক কাজ করেছে। সুতরাং ওই বাহিনীর সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক ছিল না।'

তিনি সরকারকে সব ক্ষেত্রে ব্যর্থ দাবি করে বলেন, 'জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। জনগণ সরকারের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াবার প্রস্তুতি নিচ্ছে। আমরা জনগণের সঙ্গে আছি।'

সংবাদ সম্মেলনে দলের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মুজিবুর রহমান, কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি অধ্যাপক তাসনীম আলম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য হামিদুর রহমান আযাদ এমপি, অধ্যক্ষ ইজ্জত উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment

মন্তব্য করুন