21 September 2010

ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াত অফিস ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতে ইসলামীর পৌর কার্যালয়ে মঙ্গলবার দুপুরে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন জামায়াত নেতারা। জামায়াত নেতাদের অভিযোগ, ছাত্রলীগ ক্যাডাররা এ ঘটনা ঘটিয়েছে। তবে মঙ্গলবার বিকেল নাগাদ এ বিষয়ে থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। জেলা জামায়াতের আমির কাজী নজরুল ইসলাম খাদেম ও সেক্রেটারি গোলাম সারওয়ার সাংবাদিকদের জানান, দুপুর আড়াইটার দিকে ১৫-২০ জনের ছাত্রলীগের একটি দল পৌর জামায়াতের কাজীপাড়া কার্যালয়ের পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। হামলাকারীরা অফিসের চেয়ার-টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর করে এবং বইপত্র ছিঁড়ে ফেলে।

No comments:

Post a Comment

মন্তব্য করুন