নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম কলেজে হোস্টেল সুপারের সঙ্গে অসদাচরণ করায় এক শিবির নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর কলেজ ছাত্রশিবিরের সভাপতি আবু নাঈম মোহাম্মদ হারুনকে শোকজ করেন সোহরাওয়ার্দী হোস্টেলের সুপার। হারুন ওই হোস্টেলের ১০০৪ নম্বর কক্ষের আবাসিক ছাত্র। কলেজের ২৫ বছরের ইতিহাসে এই প্রথম কোনো শিবির নেতাকে শোকজ করা হলো। এর আগে অসদাচরণের ঘটনা ঘটলেও শোকজ বা কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি।
খোঁজ নিয়ে জানা যায়, ঈদ উপলক্ষে হোস্টেল বন্ধ করা নিয়ে হোস্টেল সুপারের জারি করা নোটিশে শিবির সভাপতি কাটাছেঁড়া করে তারিখ পরিবর্তন করেন। এ কারণে এ নোটিশ জারি করা হয়। আগামী সাত দিনের মধ্যে এর জবাব দিতে বলা বলা হয়েছে। অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ছাত্রশিবির সভাপতি হারুন দাবি করেন, শোকজের বিষয়ে তিনি কিছু জানেন না। তিনি বলেন, 'শোকজের কপিও আমি পাইনি।'
কলেজের অধ্যক্ষ অধ্যাপক শেখর দস্তিদার কালের কণ্ঠকে জানান, সোহরাওয়ার্দী হোস্টেলের সুপার ড. আবুল বাসার ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ঈদের ছুটি ঘোষণা করে হোস্টেল বন্ধ থাকার নোটিশ জারি করেন। কিন্তু শিবির সভাপতি হারুন নোটিশে ১৬ সেপ্টেম্বর কেটে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত হোস্টেল বন্ধ থাকবে লিখে সেটি নোটিশ বোর্ডে টানানোর জন্য পিয়নকে নির্দেশ দেন। হোস্টেল সুপারের সইযুক্ত কাগজে কাটাছেঁড়া করার কারণে হারুনকে শোকজ করা হয়েছে।
হোস্টেলের সুপার ড. আবুল বাসার বলেন, 'হোস্টেলের ২০০ ছাত্রের সবাই আমার কাছে শিক্ষার্থী। কারো কোনো রাজনৈতিক পরিচয় আমি বিবেচনা করি না। অসদাচরণ করায় তাকে সংশোধনের জন্য এ সতর্ক বার্তা দিয়েছি। হারুনের মতো আরো কয়েকজনকেও শোকজ করা হয়েছে। একে বিচ্ছিন্নভাবে দেখবেন না। আজ-কালের মধ্যে নোটিশের জবাব না দিলে ব্যবস্থা নেওয়া হবে।'
No comments:
Post a Comment
মন্তব্য করুন