1 September 2010

চট্টগ্রাম কলেজের পাঠকক্ষ থেকে জেহাদি বই সরিয়ে নিল শিবির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম কলেজের সোহরাওয়ার্দী ছাত্রাবাসের পাঠকক্ষ থেকে ইসলামী ছাত্রশিবিরের ক্যাডাররা গোলাম আজম ও সৈয়দ আবুল আলা মওদুদীর লেখা জিহাদি বই সরিয়ে নিয়েছে। কলেজ কর্তৃপক্ষের নির্দেশে গতকাল বুধবার দুপুরে তারা এসব বই সরিয়ে নেয়। বুধবার কালের কণ্ঠে 'পাঠকক্ষে পত্রিকার বদলে জিহাদি বই, চলে শিবিরের গোপন বৈঠক' শিরোনামে সংবাদ প্রকাশ হওয়ার পর কলেজ কর্তৃপক্ষ এ নির্দেশ দেয় বলে জানা গেছে।

সোহরাওয়ার্দী ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক ড. মোহাম্মদ নুরুল বাশার কালে কণ্ঠকে বলেন, 'এই বইগুলো ছড়িয়ে-ছিটিয়ে ছিল বলে আমার নজরে পড়েনি। সবাইকে আমি নির্দেশ দিয়েছি পাঠ্যপুস্তক সংশ্লিষ্ট বই ছাড়া এখানে কোনো বই যাতে না রাখা হয়।' তিনি বলেন, 'চট্টগ্রাম কলেজে, মহসীন কলেজে শিবিরের দীর্ঘদিনের আধিপত্য। এসব জঞ্জাল আসলে একদিনে সরানো সম্ভব নয়। এ জন্য কলেজ কর্তৃপক্ষ, মিডিয়া সবারই সহায়তা দরকার।'

প্রত্যক্ষদর্শী জানায়, গতকাল দুপুর ২টার দিকে পাঠকক্ষের পিয়নসহ শিবিরের কয়েকজন কর্মী বই সরানোর কাজ শুরু করে। এক ঘণ্টার মধ্যে তারা পাঠকক্ষের বিভিন্ন তাক থেকে শত শত বই সরিয়ে নেয়। সরিয়ে নেওয়া বইগুলো শিবিরের কর্মীরা তাদের হলের বিভিন্ন কক্ষে রেখেছে বলে জানা গেছে। পরে সোহরাওয়ার্দী ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক ও উদ্ভিদ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল বাশার পাঠকক্ষে উপস্থিত হয়ে কিছু বই জব্দ করে নিয়ে যান।

চট্টগ্রাম কলেজ শিবিরের সভাপতি আবু নঈম মোহাম্মদ হারুণ কালের কণ্ঠকে বলেন, 'বইগুলো আগে থেকে এখানে ছিল। এখন স্যার নির্দেশ দেওয়ায় সরিয়ে ফেলেছি।' হোস্টেলের পাঠকক্ষে এ ধরনের জিহাদি বই রাখার ব্যাপারে তিনি বলেন, 'এক ছাত্র তার একাডেমিক বইয়ের পাশাপাশি বিভিন্ন রকম বই রাখতে পারে। এসব বই ছাত্ররা পড়ার প্রয়োজনেই রেখেছে।'

No comments:

Post a Comment

মন্তব্য করুন