1 September 2010

শিবিরের বিভিন্ন শাখার নেতৃত্বে পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক

ইসলামী ছাত্রশিবির সংগঠনের বিভিন্ন শাখার নেতৃত্বে পরিবর্তন আনছে। ইতিমধ্যে তারা সংগঠনের ১১টি শাখায় উপনির্বাচন শেষ করেছে। শিবির সভাপতি ড. রেজাউল করিম ও সেক্রেটারি জেনারেল ডা. ফখরুদ্দিন মানিক গোপনে দেশব্যাপী সাংগঠনিক সফর করে নির্বাচন পরিচালনা করেন।

জানা গেছে, মামলায় জড়িয়ে এসব শাখার দায়িত্বশীল অনেকে গ্রেপ্তার হয়েছেন, মামলার পর অনেকে আত্মগোপনে আছেন।

তথ্যমতে, ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান, চট্টগ্রাম দক্ষিণের সভাপতি দেলোয়ার হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোবারক হোসেন, সেক্রেটারি আশরাফুল আলম ইমন, ঢাকা মহানগর উত্তর সভাপতি মনির উদ্দিন মনি, পূর্ব সভাপতি ইয়াসিন আরাফাত, সেক্রেটারি এনামুল কবীর, রংপুর মহানগর সভাপতি আলমগীর হোসাইন, খুলনা মহানগর সভাপতি আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি সাইদুর রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয় সভাপতি হাফেজ শাহীনুর রহমান, সেক্রেটারি মাইনুল ইসলাম, ফেনী শহর সভাপতি রাশেদুল হাসান, সেক্রেটারি জামাল উদ্দিন এবং যশোর শহর সভাপতি আনিসুর রহমান।

শিবির সভাপতি রেজাউল করিম গতকাল বুধবার ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে মেধাবী ছাত্রদের সম্মানে আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শাখা সভাপতি আবু সালেহ মু. ইয়াহইয়ার সভাপতিত্বে আলোচনায় কেন্দ্রীয় প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার বিশেষ অতিথি ছিলেন।

No comments:

Post a Comment

মন্তব্য করুন