নিজস্ব প্রতিবেদক | তারিখ: ০৭-০৯-২০১০
বাংলাদেশ জামায়াতে ইসলামীর গ্রেপ্তার হওয়া শীর্ষ নেতাদের মুক্তির জন্য হুমকিদাতা মারুফ রায়হানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আজ মঙ্গলবার তাঁকে নীলফামারী থেকে গ্রেপ্তার করে।
রাজধানীর ডিবি কার্যালয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার এ কে এম শহীদুল এক সংবাদ সম্মেলনে হুমকিদাতা মারুফ রায়হানকে সাংবাদিকদের সামনে হাজির করেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, মারুফের বাড়ি নীলফামারীর শেরপুর উপজেলার নতুন বাবু পাড়ার সাদ্দাম মোড়ে। সেখান থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়। মারুফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। এলাকায় তাঁর একটি কম্পিউটার প্রশিক্ষণের দোকান আছে।
এ কে এম শহীদুল আরও জানান, কোন সাইবার ক্যাফে থেকে ই-মেইলটি পাঠানো হয়েছিল, ডিবি পুলিশ তা চিহ্নিত করেছে। এ ছাড়া ই-মেইলে হুমকি দেওয়ার সময় যে তিনটি মুঠোফোনের নম্বর উল্লেখ করা হয়েছিল, তার সূত্র ধরেই নীলফামারী থেকে মারুফকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৫ আগস্ট হাইকোর্টের রেজিস্ট্রারকে ই-মেইলে হুমকি দিয়ে বলা হয়, ‘জামায়াতের গ্রেপ্তার হওয়া শীর্ষ নেতাদের ঈদের আগে মুক্তি দেওয়া না হলে গুরুত্বপূর্ণ ভবন উড়িয়ে দেওয়া হবে।’ ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ৩১ আগস্ট ই-মেইলটি দেখতে পান এবং ওই দিনই রেজিস্ট্রারের দপ্তর থেকে রমনা থানাকে বিষয়টি জানানো হয়।
No comments:
Post a Comment
মন্তব্য করুন