10 September 2010

জামিনে মুক্তি পেয়ে নিখোঁজ বাংলা ভাইয়ের সহচর ‘কিলার মোস্তাক’

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি | তারিখ: ০৯-০৯-২০১০

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ফাঁসি কার্যকর হওয়া অন্যতম শীর্ষস্থানীয় নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে ‘বাংলা ভাই’য়ের অন্যতম সহচর জেএমবির অ্যাকশন কমান্ডার নামে পরিচিত মোস্তাফিজুর রহমান ওরফে ‘কিলার মোস্তাক’ গতকাল বৃহস্পতিবার রাতে জামিনে মুক্তি পাওয়ার পরপরই জেলগেট থেকে নিখোঁজ হয়েছেন। মোস্তাকের পরিবারের দাবি জামিনে মুক্তি পাওয়ার পরই সাদা পোশাকের পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। তবে পুলিশ মোস্তাককে পুনরায় গ্রেপ্তার করার কথা অস্বীকার করেছে।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে বাংলা ভাইয়ের অন্যতম সহচর মোস্তাক রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান। জেল গেট থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই সাদা পোশাকধারী কয়েক ব্যক্তি তাঁকে আটক করে। মোস্তাকের পরিবারের লোকজন আজ শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত তাঁর কোনো খোঁজ পায়নি। পরিবার ধারণা করছে, মোস্তাককে সাদা পোশাকের পুলিশ অন্য কোনো মামলায় আটক দেখিয়ে গ্রেপ্তার করেছে।

মোস্তাকের মামা মামুনুর রশীদ জানান, মোস্তাক সব মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। জেলগেট থেকে বেরিয়ে আসার পর তাঁকে সাদা পোশাকধারী কয়েকজন অন্য মামলায় আটক দেখানোর কথা বলে। এ সময় তারা নিজেদের মহানগর গোয়েন্দা পুলিশের সদস্য বলে পরিচয় দেন। কিন্তু এখন পুলিশ মোস্তাককে পুনরায় গ্রেপ্তার করার কথা অস্বীকার করছে।

এ ব্যাপারে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) তারিকুল ইসলামকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ঈদের ছুটিতে থাকার কারণে তিনি এ ব্যাপারে কিছু বলতে পারবেন না।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, তাঁদের কাছে মোস্তাককে পুনরায় আটকের ব্যাপারে কোনো তথ্য নেই। তবে মোস্তাক একজন বড়মাপের জঙ্গি। তাঁর বিরুদ্ধে হত্যা, নির্যাতন, চাঁদাবাজিসহ জঙ্গি সংশ্লিষ্ট প্রায় ১৮টি মামলা রয়েছে। একটি মামলায় তাঁর সাড়ে ৩১ বছরের সাজাও হয়েছে। ২০০৬ সালে তাঁকে গ্রেপ্তার করা হয়।

No comments:

Post a Comment

মন্তব্য করুন