Mon, Aug 30th, 2010 10:12 pm BdST
রাজশাহী, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি বিস্ফোরক মামলায় রাজশাহীর জামায়াত ও শিবিরের ছয় নেতা-কর্মী সোমবার খালাস পেয়েছেন।
বিকালে কারাগার থেকে বের হওয়ার সময় ফটক থেকে তাদের মধ্যে দু'জনকে আবার গ্রেপ্তার করা হয়।
সোমবার রাজশাহীর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম রুহুল আমিন ওই ছয়জনকে খালাস দেন।
এরা হলেন- রাজশাহী মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি আবু বকর সিদ্দিক, রাজপাড়া থানা আমির আব্দুল মালেক, সেক্রেটারি মাহবুবুল আহসান, নগরীর ২ নম্বর ওয়ার্ড সেক্রেটারি মোখলেছুর রহমান, ১ নম্বর ওয়ার্ড শিবির সেক্রেটারি মোহাম্মদ হাসান এবং ২ নম্বর ওয়ার্ড শিবির সেক্রেটারি নাইমুল হক।
রায় ঘোষণার সময় তাদের আদালতে হাজির করা হয়।
বিকাল ৫টার দিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে বের হওয়ার সময় এই ছয়জনের মধ্যে জামায়াত নেতা মোখলেছুর রহমান ও শিবির নেতা মোহাম্মদ হাসানকে আরেকটি মামলায় গ্রেপ্তার করে মতিহার পুলিশ।
মতিহার থানার ওসি আবুল খায়ের জানান, গত ৮ ফেব্র"য়ারি বিশ্ববিদ্যালয়ে পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগের মামলায় এই দু'জনকে গ্রেপ্তার দেখানো হয়। তাদের থানা হেফাজতে রাখা হয়েছে।
গত ৮ ফেব্র"য়ারি রাতে হলে হলে শিবির নেতা-কর্মীরা ছাত্রলীগের উপর হামলা করে। এতে এসএম হলের ছাত্রলীগকর্মী ফারুক হোসেন খুন হন। পুলিশসহ আহত হয় অর্ধশত নেতা-কর্মী। এসব ঘটনায় মতিহার থানায় ১৪টি মামলা হয়। এর মধ্যে পুলিশের উপর হামলার ঘটনায় একটি মামলা হয়।
এদিকে বিস্ফোরক মামলার নথি থেকে জানা যায়, গত ৩০ জুন রাত ৮টার দিকে রাজশাহীর জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ঢাকায় দলীয় তিন শীর্ষ নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলকারিরা নগরীর সোনাদীঘির মোড়ে ককটেলের বিস্ফোরণ ঘটায়। ওই সময় পুলিশ ঘটনাস্থল থেকে জামায়াত-শিবিরের ছয় নেতাকর্মীকে আটক করে।
ওই রাতেই বোয়ালিয়া থানায় তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা হয়। ১৪ জুলাই ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫৮ ঘ.
No comments:
Post a Comment
মন্তব্য করুন