Tue, Aug 31st, 2010 8:14 pm BdST
ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রদল ও ছাত্রশিবিরের কর্মী দলে টেনে নিজের ভবিষ্যৎ 'নষ্ট' না করতে ছাত্রলীগ নেতাদের সতর্ক করেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মঙ্গলবার দুপুরে ১৫ অগাস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রলীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ সতর্কতা উচ্চারণ করেন তিনি।
"গ্র"পিং শক্তিশালী করতে ছাত্রলীগে যারা ছাত্রদল ও শিবিরকর্মীদের ঢুকিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে," বলেন হাসিনা। তিনি বলেন, "অনুপ্রবেশকারিদের ছাত্রলীগে যারা টেনেছে তাদের প্রত্যেকের তালিকা সংগ্রহ করা হয়েছে।"
বিভিন্ন অপরাধে জড়িত প্রায় অর্ধ শতাধিক ছাত্রলীগ নেতার বহিষ্কারাদেশে কেন্দ্রীয় নেতাদের ধন্যবাদ জানিয়ে আওয়ামী লীগ প্রধান বলেন, "প্রয়োজনে আরো বহিষ্কার করতে হবে। যারা অপরাধ করবে তাদের কাউকে ছাড় দেয়া হবে না।"
হাসিনা বলেন, "মিলিটারি ডিক্টেটররা ক্ষমতায় এসে অর্থবিত্ত, চাকচিক্য ও সম্পদের প্রলোভন দেখিয়ে ছাত্রদের চোখ ঝলসে দিয়েছে। সমাজে নানা ধরনের অপকর্ম করার সুযোগ করে দিয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা হারিয়ে গেছে তাদের কারণে।"
প্রধানমন্ত্রীর দায়িত্ব তার কাছে ভোগের বিষয় নয় বলেও মন্তব্য করেন হাসিনা। দেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই তার রাজনীতির লক্ষ্য বলে জানান হাসিনা।
ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় আলোচকদের মধ্যে আরো ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ওবায়দুল কাদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আআমস আরেফিন সিদ্দীক, অধ্যাপক হামিদা বানু ও সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল। আলোচনা সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২০০৮ ঘ.
No comments:
Post a Comment
মন্তব্য করুন