Tue, Aug 31st, 2010 8:45 pm BdST
রাজশাহী, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ছাত্রশিবিরের সমাজ কল্যাণ ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক গোলাম মর্তুজাকে রাজধানীর মোহাম্মদপুরের তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
তাকে দুই-একদিনের মধ্যে ঢাকায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানিয়েছে রাজশাহী নগরীর রাজপাড়া থানা পুলিশ।
পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে শিবিরের কেন্দ্রীয় এই নেতাকে মঙ্গলবার কারাগারে পাঠানো হয়।
বিকালে রাজশাহীর রাজপাড়া থানা পুলিশ মর্তুজাকে মহানগর হাকিম আদালতে হাজির করে।
হাকিম জিয়াউর রহমান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শনিবার রাতে রাজশাহীর র্যাব-৫ এর একটি দল নগরীর বাইপাস এলাকা থেকে মর্তুজাকে আটক করে।
রোববার তাকে রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়। ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার মর্তুজাকে একদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়।
মর্তুজার বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার বামনদিঘী গ্রামে।
রাজপাড়া থানার ওসি শহীদুল হক সাংবাদিকদের জানান, মর্তুজার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
তিনি জানান, মর্তুজাকে ঢাকার মোহাম্মদপুরের তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
মোহাম্মদপুর থানা পুলিশ দুই-এক দিনের মধ্যে তাকে ঢাকায় নিয়ে জিজ্ঞাসাবাদ করবে।
এর আগে র্যাব-৫ রাজশাহীর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ অগাস্ট মোহাম্মদপুরে শিবিরের একটি মেস থেকে বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক ও সাংগঠনিক বইসহ জামায়াতের সহযোগী শিবিরের চার নেতাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা নাশকতার পরিকলপনা করছিলো বলে জিজ্ঞাসাবাদে র্যাবকে জানায়। ওই নাশকতার পরিকল্পনার সঙ্গে মর্তুজার সরাসরি স�পৃক্ততা ছিলো।
র্যাবের জিজ্ঞাসবাদে মর্তুজা জানান, জামায়াতের শীর্ষ নেতারা আটকের পর তৃণমূলের কর্মীরা ভীত হয়ে পড়েছে। তাদের মনোবল বাড়াতে এবং মিছিল মিটিং-এ বিস্ফোরক দ্রব্য ব্যবহারের জন্য প্রস্তুতি নেয় তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৪ ঘ.
No comments:
Post a Comment
মন্তব্য করুন