31 August 2010

জামায়াতের চার নেতার মুক্তি দাবি: গুরুত্বপূর্ণ ভবন উড়িয়ে দেওয়ার হুমকি

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ০১-০৯-২০১০

ঈদের আগে জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় চার নেতাকে মুক্তি দেওয়া না হলে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন উড়িয়ে দেওয়া হবে বলে একটি ই-মেইল বার্তায় হুমকি দেওয়া হয়েছে। আইন কমিশনের ই-মেইল ঠিকানায় গত ২৫ আগস্ট এ বার্তাটি পাঠানো হয়। গতকাল মঙ্গলবার এই বার্তাটি দেখে তাৎক্ষণিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়কে বিষয়টি অবহিত করা হয়। তবে এতে ই-মেইল প্রেরকের পরিচয় উল্লেখ করা হয়নি।

সংশ্লিষ্ট ব্যক্তিরা ধারণা করছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজস্ব সাইট না থাকায় আইন কমিশনের ঠিকানায় ই-মেইলটি পাঠানো হয়েছে।

আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি মো. আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘আইন কমিশনের ঠিকানায় ই-মেইলটি এসেছে। এতে ঈদের আগে চার নেতাকে মুক্তি না দেওয়া হলে সরকারি গুরুত্বপূর্ণ ভবন উড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে।

ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মো. শাহিনুর ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে।’

ই-মেইলটি: বাংলায় লেখা ই-মেইল বার্তায় চার জাতীয় নেতা বলতে মানবতাবিরোধী অপরাধসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত হয়ে আটক চার জামায়াত নেতাকে বোঝানো হয়েছে। বার্তায় বলা হয়, ‘আমাদের জাতীয় চার নেতাকে এই ঈদের আগে মুক্তি না দিলে ঈদের ছুটিতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন উড়িয়ে দেওয়া হবে এবং আপনাদের ওপর, পুলিশের ওপর, হামলা চালানো হবে।’ শিরোনামে লেখা হয়েছে, ‘একযোগে হামলা করা হবে’। ৎধনবুধভরংযষরসরঃবফ—মসধরষ.পড়স এই ঠিকানা থেকে পাঠানো ই-মেইল বার্তায় প্রেরকের জায়গায় এম ডি এম টি লেখা রয়েছে।

No comments:

Post a Comment

মন্তব্য করুন