চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের পদ্মার বাম তীর সংরক্ষণ প্রকল্পের ৩৫ কোটি টাকার দরপত্র গ্রহণের নির্ধারিত সময়ের পরে দরপত্র জমা দেওয়া নিয়ে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগের সঙ্গে ছাত্রশিবিরের সাবেক এক কর্মীর অংশ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। নির্বাহী প্রকৌশলীর দায়ের করা মামলায় ওই শিবির কর্মীকে আসামিও করা হয়েছে। এদিকে এ ঘটনায় পুলিশ বৃহস্পতিবার রাতেই জেলা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক মনির হোসেন বকুলকে গ্রেপ্তার করেছে। চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড ও রাজশাহী পাউবো সার্কেল অফিসে বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত দরপত্র গ্রহণের শেষ সময় ছিল। নির্ধারিত সময়ের প্রায় ৩ ঘণ্টা পর জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাকিবুল হাসান বিরুসহ ১০-১২ জনের একটি দল পানি উন্নয়ন বোর্ড অফিসে গিয়ে দুটি দরপত্র জমা দেওয়ার চেষ্টা করেন। কর্মকর্তারা জমা নিতে অস্বীকৃতি জানালে তাঁরা পুলিশের উপস্থিতিতেই নির্বাহী প্রকৌশলীর টেবিলের কাচ ভাঙচুর করেন। এ গ্রুপে ছাত্রলীগের জেলা পর্যায়ে কয়েকজন নেতাসহ চাঁপাইনবাবগঞ্জ ছাত্রশিবিরের সাবেক কর্মী শহীদও ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা ছাত্রলীগের একাধিক নেতা জানিয়েছেন, শহরের উসকাঠিপাড়া গ্রামের তোবজুল হকের ছেলে শহীদ দীর্ঘ দিন শিবিরের সঙ্গে জড়িত ছিল। সম্প্রতি ছাত্রলীগের সঙ্গে মেশা শুরু করে শহীদ। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খলিলুর রহমান সদর থানায় বৃহস্পতিবার রাতে দ্রুত বিচার আইনে যে মামলা করেছেন তাতে চারজন এজাহারভুক্ত আসামির মধ্যে শহীদও রয়েছে। মামলায় চারজনের বাইরে ১০-১২ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকেও আসামি করা হয়েছে। সদর থানার ওসি জানান, এ হামলার ঘটনায় মামলার পর পুলিশ বৃহস্পতিবার রাতেই মহারাজপুর মেলা এলাকা থেকে জেলা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক মনির হোসেন বকুলকে গ্রেপ্তার করেছে। চাঁপাইনবাবগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি ইকবাল মাহমুদ খান খান্না বলেন, 'শহীদসহ আরো কয়েকজন ছাত্রলীগের সঙ্গে জড়িত নয়, এরা ছাত্রলীগ ও আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।'
No comments:
Post a Comment
মন্তব্য করুন