নিজস্ব প্রতিবেদক
মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষ শহীদ হওয়ার বিষয়ে সংশয় প্রকাশ করে এবার তাঁদের নাম প্রকাশ করার দাবি তুলেছে জামায়াতে ইসলামী। প্রয়োজনে দলের পক্ষ থেকে এ জন্য 'অর্থ সহযোগিতা' দেওয়া হবে বলেও মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম। গতকাল বুধবার এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি বলেন, '৩০ লাখ খুনের জন্য জামায়াত নেতাদের দায়ী করা হয়। জামায়াতের ছয়জন নেতা এত লোককে হত্যা করলে পাকিস্তানের খান সেনারা তখন কী করেছিলেন?'
জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা মহানগর জামায়াত আয়োজিত এই পুনর্মিলনী অনুষ্ঠানে আজহারুল ইসলাম বলেন, '৩০ লাখ শহীদের কথা বলা হয়, এঁদের কারা খুন করেছিল। এর জন্য কি শুধুই নিজামী, মুজাহিদ, কামারুজ্জামান, কাদের মোল্লাসহ ছয়জন লোক দায়ী? আপনারা এই ৩০ লাখ শহীদের নাম প্রকাশ করুন। বাংলাদেশের মানুষ জানতে চায় কারা কারা এ দেশের জন্য জীবন দিয়েছেন। আপনারা নাম প্রকাশ করার জন্য প্রকল্প গ্রহণ করুন। এ জন্য অর্থের প্রয়োজন হলে জামায়াত সহযোগিতা দেবে।'
যুদ্ধাপরাধের বিচারের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, 'আপনারা আগুন নিয়ে খেলছেন। এ খেলা বন্ধ করুন। যারা আগুন নিয়ে খেলে, সে আগুনে তারাই পুড়ে ছারখার হয়ে যাবে।'
No comments:
Post a Comment
মন্তব্য করুন