ভ্রাম্যমাণ প্রতিনিধি, নিউইয়র্ক থেকে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে আবারও মুখোমুখি অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও বিএনপি। নিউইয়র্কে ২৫ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল ৫টায় প্রধানমন্ত্রীর ভাষণের সময় জাতিসংঘ সদর দপ্তরের সামনে কালো পতাকা প্রদর্শনসহ বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি। অন্যদিকে পাল্টা কর্মসূচি হিসাবে আওয়ামী লীগও একই স্থানে শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছে। এর ফলে বাংলাদেশের সংঘাতময় রাজনীতির কালো মেঘ ভর করেছে সুদূর নিউইয়র্কেও।
এর আগে গত রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র আগমনকে কেন্দ্র করে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পূর্বনির্ধারিত পাল্টাপাল্টি কর্মসূচি পালন করতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিএনপি ও আওয়ামী লীগ নেতা-কর্মীরা। যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দরে এ ধরনের অপ্রীতিকর ঘটনায় মার্কিন মুলুকেও তীব্র সমালোচনার ঝড় বইছে।
একাধিক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর ভাষণের সময় জাতিসংঘ সদর দপ্তরের সামনে কালো পতাকা প্রদর্শন কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। তাদের সঙ্গে যোগ দিয়ে শোডাউন করার চেষ্টা করছে জামায়াতে ইসলামীও। ওইদিন তারা নিউইয়র্ক ও আশপাশের রাজ্যগুলো থেকে ২০টি বাসে করে লোক সমাগম ঘটানোর সব আয়োজন শেষ করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ সেপ্টম্বর শনিবার বিকেল ৫টায় (বাংলাদেশ সময় রবিবার ভোর ৩টা) জাতিসংঘের ৬৫তম সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা। এ ভাষণকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির প্রস্তুতি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে একটি চাপা উত্তেজনা বিরাজ করছে। সেই সঙ্গে ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াতে ইসলামী গোপনে সুযোগ সন্ধানী ভূমিকা নিয়ে মাঠ গরমের প্রস্ততি নেওয়ায় সাধারণ প্রবাসীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়েছে।
No comments:
Post a Comment
মন্তব্য করুন