নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে লাগাতার পুলিশি বাধার কারণে দিনের বেলা মিছিল-সমাবেশ করতে না পারায় কর্মসূচি পালনের জন্য এবার ফজরের নামাজের সময়কে নিয়েছে জামায়াতে ইসলামী। গতকাল বুধবার ফজরের নামাজ শেষে নগরীর দেওয়ানবাজার ও চকবাজার এলাকায় সংক্ষিপ্ত মিছিল-সমাবেশ করে সংগঠনটির নেতা-কর্মীরা। কর্মসূচি শেষে পুলিশ আসার আগেই ১০ মিনিটের মধ্যে তড়িঘড়ি কর্মসূচি শেষ করে তারা গা ঢাকা দেয়।
পুলিশও জামায়াতের এই নতুন কৌশলের সত্যতা স্বীকার করেছে। ভোরে পুলিশের তেমন তৎপরতা না থাকায় জামায়াত তাদের কর্মসূচি পালনের জন্য এই নীরব সময়কে বেছে নিয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, জামায়াতের কেন্দ্রঘোষিত তিন দিনব্যাপী বিক্ষোভ-সমাবেশ কর্মসূচি গতকাল শুরু হয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার রেজাউল মাসুদ কালের কণ্ঠকে বলেন, 'সংবাদপত্রে প্রেস বিজ্ঞপ্তি পাঠানোর জন্য ছবি তুলতে তারা এ উদ্যোগ নিয়েছিল। আমরা খবর পেয়ে সেখানে উপস্থিত হয়েছিলাম। কিন্তু তার আগেই তারা পালিয়ে যায়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় জিডি করা হয়েছে।'
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ভোর পৌনে ৬টার দিকে জামায়াত অধ্যুষিত এলাকা হিসেবে চিহ্নিত নগরীর দেওয়ানবাজার ও চকবাজার মোড় থেকে একযোগে দুটি মিছিল শুরু হয়।
No comments:
Post a Comment
মন্তব্য করুন