18 August 2010

রাজশাহী বিশ্ববিদ্যালয়: ছাত্রশিবিরের আরও ছয় কর্মী আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | তারিখ: ১৯-০৮-২০১০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত ৮ ফেব্রুয়ারি রাতে ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর হামলা, ক্যাম্পাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়সংলগ্ন কাজলা ও মির্জাপুর এলাকা থেকে পুলিশ তাঁদের আটক করে। তাঁরা ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার কর্মী বলে পুলিশ জানিয়েছে।

মতিহার থানা সূত্রে জানা গেছে, রাত সাড়ে নয়টার দিকে দিনাজপুর থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস বিশ্ববিদ্যালয়সংলগ্ন কাজলায় পৌঁছালে পুলিশ বাসটি থামানোর নির্দেশ দেয়। পরে ওই বাস থেকে শিবিরের কর্মী বিশ্ববিদ্যালয়ের ইসলামী শিক্ষা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী নুরুদ্দীন ও সোহেল রানা, একই বিভাগের চতুর্থ বর্ষের হাবিবুল্লাহ ও আবদুল হাই সিদ্দিক এবং তৃতীয় বর্ষের শিমুলকে আটক করা হয়। একই রাতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফিরোজ হোসেনকে মির্জাপুর এলাকা থেকে আটক করে পুলিশ।

No comments:

Post a Comment

মন্তব্য করুন