18 August 2010

সাঈদীর যুদ্ধাপরাধ মামলার তদন্ত শুরু

Wed, Aug 18th, 2010 8:25 pm BdST

পিরোজপুর, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলার তদন্ত শুরু হয়েছে।

গত বছরের ১২ ও ৩১ অগাস্ট পিরোজপুরের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে গণতহ্যা, সংখ্যালঘু স�প্রদায়ের বাড়িঘরে লুটপাট ও অগ্নি সংযোগের অভিযোগে সাঈদীর বিরুদ্ধে দু'টি মামলা হয়।

বুধবার সকাল ৯টার দিকে তদন্ত দলের তিন সদস্য পিরোজপুর সদর উপজেলার বাদুরা গ্রামে যান।

দলটির প্রধান হলেন- সহকারী পুলিশ সুপার মো. হেলাল উদ্দিন। সদস্যরা হলেন- পুলিশ পরিদর্শক মো. ওবায়দুল্লাহ ও নূর হোসেন।

বাদুরা গ্রামের মানিক পশারি (৬৫) গত বছরের ১২ অগাস্ট সাঈদীসহ পাঁচজনকে আসামি করে একটি মামলা করেন।

তদন্ত দলটি মুক্তিযুদ্ধের সময় ওই গ্রামে রাজাকার ও আলবাদর বাহিনীর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার সাক্ষ্য গ্রহণ করেন।

এ সময় সেখানে পিরোজপুর সদর থানার ওসি মো. শেখ আবু যাহিদ ও স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

বাদি মানিকের বাড়ির পাশে খোলা স্থানে বসে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তারা বাদি ও ১২ জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন। আরো ৪/৫ জন সাক্ষী এলাকায় না থাকায় তাদের সাক্ষ্য নেওয়া যায়নি।

জবানবন্দি গ্রহণকালে স্থানীয় নারী-পুরুষ এসে ভিড় করেন। এ সময় অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

সেসব ঘটনার বর্ণনা দিতে গিয়ে কোনো কোনো সাক্ষী কান্নায় ভেঙে পড়েন।

দুপুরের দিকে তদন্ত দলের প্রধান এএসপি হেলাল উদ্দিন সাংবাদিকদের বলেন, "আমরা মানিক পশারির দায়ের করা মামলার ১২ জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেছি। আরো কয়েকজন সাক্ষী সাগরে মাছ ধরতে যাওয়ায় তাদের জবানবন্দি পরে নেওয়া হবে।"

তিনি জানান, বৃহস্পতিবার তারা অপর মামলাটির তদন্ত করতে জেলার জিয়ানগর উপজেলার টেংরাখালী গ্রামে যাবেন।

ওই মামলাটির বাদি হলেন- টেংরাখালী গ্রামের মাহবুবুল আলম (৫৫)।

জামায়াতের সাবেক সাংসদ সাঈদীর বাড়ি জিয়ানগর উপজেলার সাউথখালী গ্রামে।

সাঈদীর বিরুদ্ধে করা মামলা দুটি গত ২১ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০২২ ঘ.

No comments:

Post a Comment

মন্তব্য করুন