খাগড়াছড়ি প্রতিনিধি
জেহাদি বইপুস্তক, ঢাকার ম্যাপসহ ইসলামী ছাত্রশিবিরের খাগড়াছড়ি জেলা সভাপতি আবু আহমেদকে পুলিশ গতকাল সোমবার দুপুরে পানছড়ি উপজেলা সদর থেকে আটক করেছে। তাকে দণ্ডবিধির ৫৪ ধারায় আটক দেখিয়ে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে থানা পুলিশ।
পানছড়ি থানার ওসি জামাল উদ্দিন জানান, গোপন সভা করার উদ্দেশ্যে পানছড়ি আসার খবর পেয়ে তারা আবু আহমেদকে আটক করেন। সে পাহাড়ে অশান্তি সৃষ্টি বা বিশৃঙ্খলা তৈরির উদ্দেশ্যে এখানে এসেছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ।
আটক শিবির সভাপতির কাছ থেকে বেশ কিছু কাগজপত্র উদ্ধার করা হয়। এর মধ্যে ইসলামী আন্দোলনে উৎসাহিত করার মতো বইপুস্তক, হাবিল ও কাবিল শিরোনামের একটি সিডি এবং ঢাকা সিটি করপোরেশনের একটি ম্যাপ রয়েছে। এ সময় তার মোটরসাইকেলটিও জব্দ করা হয়। দৈনিক নয়াদিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল হালিম জানিয়েছেন, এটি তাঁর নিজস্ব মোটরসাইকেল।
খাগড়াছড়ি সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, আটক শিবিরের জেলা সভাপতি চট্টগ্রাম সরকারি কলেজের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শেষ বর্ষের ছাত্র। তার বাড়ি খাগড়াছড়ির তবলছড়িতে। জেলায় নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য তার গোপন মিশন থাকতে পারে।
পুলিশের অপর একটি সূত্র জানায়, আটক শিবির সভাপতি গত ২৩ ফেব্রুয়ারি খাগড়াছড়ির সহিংস ঘটনার পর জামায়াত-শিবিরের বেশ কিছু নেতা-কর্মীর সঙ্গে সেও পালিয়েছিল। সম্প্রতি সে জেলায় ফিরে আসে। বেশ কয়েকদিন ধরে পানছড়ির বিভিন্ন স্থানে তার আনাগোনায় পুলিশের সন্দেহ হয়।
No comments:
Post a Comment
মন্তব্য করুন