বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি | তারিখ: ১২-০৮-২০১০
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের বিভিন্ন কমিটিতে ছাত্রশিবিরের নেতা-কর্মীদের ঢুকিয়ে ভুয়া প্রতিনিধি করানোর অভিযোগ উঠেছে জেলা কমিটির বিরুদ্ধে। গতকাল বুধবার এই প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে পুরোনো কমিটিকে বাদ ও কোনো কোনো ইউনিটে মনগড়া কমিটি দেখানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সাতকানিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দাবিদার মো. মহসীন অভিযোগ করেন, ২০০৫ সালের পর সাতকানিয়া পৌরসভা, উপজেলা ও সাতকানিয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের কোনো সম্মেলন হয়নি। কিন্তু বুধবারের প্রতিনিধি সম্মেলনে পুরোনো কমিটিকে বাদ দিয়ে মনগড়া কমিটি দেখানো হয়েছে। সাতকানিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দেখানো হয়েছে এহতেশামুল আজিজকে। তিনি এক সময় ছাত্রশিবিরের কর্মী ছিলেন। এ বিষয়ে কথা বলতে চাইলে এহতেশামুল আজিজের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাতকানিয়া জাফর আহমদ ডিগ্রি কলেজ ছাত্রদলের কার্যক্রম অঘোষিতভাবে বন্ধ থাকলেও সেখানে কমিটি দেখানো হয়েছে। এ ছাড়া লোহাগাড়া বার আউলিয়া ডিগ্রি কলেজ, লোহাগাড়া মোস্তাফিজুর রহমান ডিগ্রি কলেজ, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ, বোয়ালখালীর কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজ, বাঁশখালী আলাউল ডিগ্রি কলেজসহ আরও কয়েকটি শাখা কমিটির বিরুদ্ধেও একই অভিযোগ রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজে যুগ্ম সম্পাদক দেখানো হয়েছে জামায়াত-সমর্থিত সংগঠন উত্তর গোমদণ্ডী সমাজকল্যাণ পরিষদের সাবেক সভাপতি মো. মানিককে। মানিক শিবিরের সঙ্গে সম্পৃক্ত বলে নিশ্চিত করেছেন ইউনিয়ন বিএনপির একাংশের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউসুফ চৌধুরী ও ওয়ার্ড বিএনপির সভাপতি মনজুর হোসেন।দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মহসীন চৌধুরী রানা বলেন, শিবির ছাত্রদলের কমিটিতে ঢুকে পড়লে তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তবে তিনি জানান, কেউ যদি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলে যোগ দেয়, তাহলে অবশ্যই তাকে স্বাগত জানানো হবে।
No comments:
Post a Comment
মন্তব্য করুন