নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ | তারিখ: ১১-০৮-২০১০
জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর শাখার ভারপ্রাপ্ত সেক্রেটারি আবদুল মালেক ও চাঁপাইনবাবগঞ্জ পৌর আমির মোখলেসুর রহমানকে গত সোমবার গ্রেপ্তার করা হয়েছে।
রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানা সূত্র জানায়, সোমবার ভোরের দিকে নগরের ছোট বনগ্রাম এলাকার বাসা থেকে মহানগর জামায়াতের নেতা আবদুল মালেককে গ্রেপ্তার করা হয়। ওইদিনই তাঁকে রাজশাহীর মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। আজ বুধবার রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করে হাকিম আমিরুল ইসলাম তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক জানান, ২৯ জুন রাতে নগরে ঝটিকা মিছিল এবং ককটেল বিস্ফোরণের অভিযোগে করা মামলার এজাহারভুক্ত আসামি আবদুল মালেক।
চাঁপাইনবাবগঞ্জ পৌর জামায়াতের আমির মোখলেসুর রহমানকে সদর উপজেলার বালুগ্রাম মোড় থেকে গ্রেপ্তার করা হয়। মোখলেসুর রহমান বালুগ্রাম আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক জানান, নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে দলীয় নেতা-কর্মীদের সংগঠিত করার অভিযোগে সকাল সাড়ে নয়টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বেশ কয়েক দিন ধরে তিনি এই তৎপরতা চলাচ্ছেন বলে গোয়েন্দা সংস্থার কাছে তথ্য রয়েছে।
No comments:
Post a Comment
মন্তব্য করুন