আদালত প্রতিবেদক | তারিখ: ১৫-০৭-২০১০
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নেতা সালাউদ্দিন ওরফে সালেহীন ও আসাদুজ্জামান পনিরকে বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় ৫০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক রেজাউল ইসলাম গতকাল বুধবার এ রায় দেন। ময়মনসিংহের কোতোয়ালি থানায় করা মামলায় এই দুই জঙ্গির বিরুদ্ধে সাজার এ আদেশ দেওয়া হয়।
রায় ঘোষণার আগে দুই জঙ্গি সালাউদ্দিন ও আসাদুজ্জামানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আদালত প্রত্যেককে ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ধারায় ৩০ বছর (যাবজ্জীবন) এবং ৪ ধারায় ২০ বছর—মোট ৫০ বছর করে কারাদণ্ডের আদেশ দেন। মামলার অপর আসামি শরীফ ওরফে আশরাফুল ওরফে আশরাফ আলীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণে রাষ্ট্রপক্ষ ব্যর্থ হওয়ায় তাঁকে বেকসুর খালাস দেওয়া হয়। তবে মামলার পর থেকেই তিনি পলাতক।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ১৮ ডিসেম্বর ময়মনসিংহ শহরের আর কে মিশন রোডের আকুয়া মোড়লবাড়ির নূর মহল থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সালাউদ্দিন ও আসাদুজ্জামানকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। র্যাব-৯-এর তৎকালীন সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলী জিন্নাহ এ ঘটনায় কোতোয়ালি থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে জেএমবির শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই, আবদুর রহমানের ভাই আতাউর রহমান সানি, সালাউদ্দিন, আসাদুজ্জামান ও আশরাফুলের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ঝালকাঠির দুই বিচারক হত্যা মামলায় ২০০৭ সালে শায়খ আবদুর রহমান, বাংলা ভাই ও সানির ফাঁসি কার্যকর হওয়ায় এই মামলা থেকে তাঁদের বাদ দেওয়া হয়।
No comments:
Post a Comment
মন্তব্য করুন