খুলনা অফিস
খুলনায় গোপন বৈঠকের সময় ছাত্র শিবিরের জেলা প্রচার সম্পাদকসহ পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে জেলার দিঘলিয়া উপজেলার খানপাড়া জামে মসজিদ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। অপরদিকে পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় মহানগর শিবিরের সাবেক সভাপতি মিয়া মোজাহিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুই দিনের রিমান্ডে নিয়েছে।
দিঘলিয়া থানার ওসি বিমল কৃষ্ণ মণ্ডল জানান, গতকাল সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ খানপাড়া জামে মসজিদে গোপন বৈঠকের সময় শিবিরের জেলা শাখার প্রচার সম্পাদক সোহেল, দিঘলিয়া উপজেলার সভাপতি সাদেকুর রহমান, অর্থ সম্পাদক সাইফুল্লাহ, ওয়ার্ড সভাপতি জালাল শেখ ও সদস্য আবদুর রহিমকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোনসেট, গুরুত্বপূর্ণ তথ্যসংবলিত দুটি ডায়েরি পাওয়া যায়। পরে আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
No comments:
Post a Comment
মন্তব্য করুন