8 August 2010

গাইবান্ধার 'যুদ্ধাপরাধী' আব্দুল আজিজের ওপর নজরদারি বাড়ল

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমির সুন্দরগঞ্জ থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য এবং অভিযুক্ত 'যুদ্ধাপরাধী' মাওলানা আব্দুল আজিজের ওপর পুলিশের নজরদারি আরো কঠোর করা হয়েছে। গতকাল রবিবার থেকে তাঁর ওপর নজরদারি নতুন করে বাড়ানো হয়।

খোঁজ নিয়ে জানা যায়, যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া শুরু হলে গত ২৭ এপ্রিল থেকে আব্দুল আজিজকে পুলিশের প্রত্যক্ষ নজরদারিতে আনা হয়। সার্বক্ষণিক পুলিশ প্রহরায় এত দিন তিনি তাঁর চলাফেরা ও স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। দলীয় সভা ও কর্মসূচিতেও তাঁর অংশগ্রহণের সুযোগ ছিল। কিন্তু গতকাল থেকে তাঁর বাইরে চলাচলের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে অভিযোগে জানা যায়। বর্তমানে তিনি সুন্দরগঞ্জ উপজেলার তারাপুরের চাচিয়া মীরগঞ্জে তাঁর নিজ বাড়িতে অবস্থান করছেন। দেশের বিভিন্ন এলাকায় জামায়াত-শিবিরের রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি এবং কোনো কোনো নেতার সরকার ও রাষ্ট্রবিরোধী বক্তব্যের কারণে তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, মাওলানা আজিজের ওপর আগের তুলনায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। তিনি এখন থেকে দলীয় রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না। এদিকে জেলা জামায়াতের আমির ডা. আব্দুর রহিম বলেন, তাঁর স্বাভাবিক চলাফেরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা গণতান্ত্রিক অধিকার হরণের নামান্তর।

No comments:

Post a Comment

মন্তব্য করুন