নিজস্ব প্রতিবেদক
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমদ দেশে ইসলামী রাষ্ট্রীয় ব্যবস্থা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জামায়াতে ইসলামীর জাকাত ফান্ডে বিত্তবানদের জাকাত দিতে বলেছেন।
তিনি বলেন, 'জামায়াতের ফান্ডে জাকাত দিলে এই টাকা কেউ মেরে খাবে না। এই টাকা জাকাতের সুনির্দিষ্ট আটটি খাতের বাইরেও যাবে না।'
গতকাল শনিবার বড় মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে ঢাকা মহানগর জামায়াত আয়োজিত জাকাতের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। তিনি জাকাতের নামে শাড়ি-লুঙ্গি বিতরণ বন্ধ করারও আহ্বান জানান। মকবুল আহমদ বলেন, 'আমাদের দেশে শাড়ি-লুঙ্গিকে জাকাত হিসেবে দেখা হয়। এ নিয়ে ঠেলাঠেলি হয়, লোকও মারা যায়। সবচেয়ে খারাপ শাড়ি-লুঙ্গিটি জাকাত হিসেবে দেওয়া হয়, এটি আল্লাহর সঙ্গে এক ধরনের মশকরা। জাকাতের নামে শাড়ি-লুঙ্গি বিতরণ বন্ধ করতে হবে।'
তিনি বলেন, রাষ্ট্রীয় ব্যবস্থায় জাকাত আদায় ও বণ্টন হলে দেশে দারিদ্র্য থাকবে না।
No comments:
Post a Comment
মন্তব্য করুন