নিজস্ব প্রতিবেদক
জামায়াত কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে ধরতে মাঠে নেমেছে পুলিশ। দেশের বিভিন্ন স্থানে দায়ের করা ১৪টি জিডির সূত্রে গ্রেপ্তার অভিযান চালাতে পুলিশ গতকাল শুক্রবার রাতে রাজধানীর মগবাজারে আল-ফালাহ গলিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যায়। তবে ওই সময় সেখানে তাঁকে পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রাত ৯টার দিকে সাদা পোশাকে একদল পুলিশ মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়টি ঘিরে ফেলে। কয়েকজন পুলিশ কর্মকর্তা জামায়াতের কার্যালয়ের ভেতরে প্রবেশ করে সেখানে উপস্থিত নেতা-কর্মীদের কাছে তাহেরের খোঁজ জানতে চান। জামায়াতের কোনো নেতা-কর্মী তাঁর খোঁজ দিতে না পারায় পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে।
রমনা জোন পুলিশের অতিরিক্ত উপকমিশনার নুরুল ইসলাম গত রাতে কালের কণ্ঠকে জানান, পুলিশের একটি দল জামায়াতের কার্যালয়ে গেলেও তাহেরকে না পেয়ে ফিরে আসে। এ ছাড়া শ্যামলীতে তাঁর বাসার আশপাশেও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। গতকাল রাতে ১২টা পর্যন্ত ডা. তাহের বাসায় ফেরেননি বলে জানা গেছে।
পুলিশের অপর এক সূত্র জানায়, জামায়াত নেতা তাহেরকে ধরতে গতকাল বিকেল থেকেই প্রক্রিয়া শুরু হয়। প্রসঙ্গত, জামায়াত নেতা তাহেরের বিরুদ্ধে তাঁর নির্বাচনী এলাকাতেই অনেক অভিযোগ রয়েছে। এ ছাড়া নিজ দলের মধ্যেও তিনি অনেকটা উগ্রপন্থী বলে পরিচিত।
এদিকে দুই দিন আগে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে রাষ্ট্রের প্রতি পরোক্ষ হুমকির অভিযোগে আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে ঢাকা, বগুড়া ও গোপালগঞ্জে ১৪টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মী ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও জিডি করেছেন বলে জানা গেছে।
আলোচিত এই জামায়াত নেতা সম্প্রতি যুদ্ধাপরাধের বিচার প্রতিহত করার ঘোষণা দেন। পাশাপাশি রিজার্ভ ফোর্সের মাধ্যমে রাষ্ট্র ও সরকারকে উচিত শিক্ষা দেওয়ার হুমকি দেন। তিনি এ-ও বলেন, সময়মতো তাঁদের রিজার্ভ ফোর্স নামানো হবে।
No comments:
Post a Comment
মন্তব্য করুন