6 August 2010

কুমিল্লায় জামায়াত নেতা মুজিব গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

কুমিল্লায় জামায়াতে ইসলামীর নেতা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা শহর শাখার সভাপতি মুজিবুর রহমান ভঁূইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা শহরের মোগলটুলী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মতিউল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত মুজিবুর রহমান ভূঁইয়ার বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। জামায়াতের শীর্ষ চার নেতা গ্রেপ্তারের পর বুড়িচংয়ে ভাঙচুর চালিয়েছিল জামায়াত।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা শহরের গাংচর ফারুকী হাউসের জামায়াতে ইসলামীর কার্যালয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের একটি সভা শেষে নিজের পাজেরো জিপে ফিরছিলেন জামায়াত নেতা মুজিবুর রহমান ভঁূইয়া। তাঁকে বহনকারী গাড়িটি মোগলটুলী চৌমুহনীতে পেঁৗছালে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাঁর গাড়ি থামিয়ে তাঁকে আটক করে কোতোয়ালি মডেল থানায় নিয়ে আসেন। রাতে তাঁকে থানা হাজতে রাখা হয়েছে। শুক্রবার সকালে আদালতে হাজির করা হলে আদালত তাঁকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

No comments:

Post a Comment

মন্তব্য করুন