আদালত প্রতিবেদক
অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা'আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) বর্তমান সাংগঠনিক প্রধান আনোয়ার আলম ওরফে ভাগ্নে শহীদ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। দুই দফায় আট দিনের পুলিশি হেফাজত (রিমান্ড) শেষে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান ভাগ্নে শহীদকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের আবেদন জানান।
মহানগর হাকিম এ কে এম এমদাদুল হক তাঁর খাস কামরায় শহীদের জবানবন্দি গ্রহণ করেন। সে হুমায়ুন আজাদ হত্যাচেষ্টার সঙ্গে নিজেকে জড়িয়ে জবানবন্দি দেয়। রিমান্ডে নিয়ে ভাগ্নে শহীদকে জেএমবির বর্তমান প্রধান সাইদুর রহমানের মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হয়। ভাগ্নে শহীদকে গত জুনে বগুড়া থেকে গ্রেপ্তার করা হয়।
২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টায় হুমায়ুন আজাদ বাংলা একাডেমীর একুশে বইমেলা থেকে বাসায় ফেরার পথে পারমাণবিক শক্তি কমিশনের সামনে সন্ত্রাসীদের হামলার শিকার হন। অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাঁকে হত্যা করার উদ্দেশ্যে চাপাতি, রামদাসহ বিভিন্ন অস্ত্র দিয়ে হামলা করে। যদিও ২০০৪ সালের ১১ আগস্ট হুমায়ুন আজাদ জার্মানির মিউনিখে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
হামলার ঘটনায় হুমায়ুন আজাদের ভাই মঞ্জুর কবির বাদী হয়ে রমনা থানায় এ মামলা করেন। এতে পুলিশ অভিযোগপত্র দেওয়ার পর আদালতে আপত্তি জানান মামলার বাদী। প্রকৃত আসামিদের আড়াল করে মামলায় অভিযোগপত্র দেওয়ার অভিযোগ করে মঞ্জুর কবির আদালতে অধিকতর তদন্তের আবেদন জানান। আদালত তাঁর আবেদন গ্রহণ করে অধিকতর তদন্তের নির্দেশ দেন। সেই থেকে সিআইডি মামলাটি তদন্ত করছে।
No comments:
Post a Comment
মন্তব্য করুন