26 August 2010

জামায়াতের ঢাকা মহানগর আমির গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ২৬-০৮-২০১০

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর শাখার আমির রফিকুল ইসলাম খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রফিকুলকে গতকাল বুধবার দুপুরে মিরপুরের ১০ নম্বর ব্লকের ৯ নম্বর সড়কের নিজ বাসা থেকে মিরপুর থানার পুলিশ গ্রেপ্তার করে। পরে তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।

ডিবির উপকমিশনার মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, রফিকুল ইসলামকে রাজধানীর রমনা থানার ফারুক হত্যা মামলা ও উত্তরা থানার রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

গত ২৭ জুন বিএনপির হরতালের আগের রাতে মগবাজারে গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ফারুক নিহত হন। এ ছাড়া উত্তরা থানায় নিষিদ্ধঘোষিত হিযবুত তাহ্রীরের বিরুদ্ধে ওই রাষ্ট্রদ্রোহ মামলাটি হয়। উভয় মামলায় জামায়াতের অপর তিন শীর্ষনেতাও গ্রেপ্তার আছেন।

গ্রেপ্তারের পরপর মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াজেদ আলী সাংবাদিকদের বলেন, রফিকুল ইসলামের বিরুদ্ধে মতিঝিল, পল্টন, রমনা, শাহবাগসহ বিভিন্ন থানায় পুলিশের কাজে বাধা দেওয়া, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগে ছয়টি মামলা আছে। এ ছাড়া ইসলাম ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে দায়ের করা মামলার অন্যতম আসামি তিনি। এই মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে গত ২৯ জুন গ্রেপ্তার করা হয়। জামায়াতের শীর্ষস্থানীয় এই তিন নেতা গ্রেপ্তারের পর থেকে রফিকুল ইসলাম আত্মগোপনে ছিলেন।

অবশ্য জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম গতকাল এক বিবৃতিতে বলেছেন, রফিকুল সব মামলায় জামিন নিয়েছেন। কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই পুলিশ তাঁকে আটক করেছে। এটা আইনের শাসন, বিচার ও মানবাধিকার পরিপন্থী।

রফিকুল ইসলামকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল মিরপুর, পল্লবী, কাকরাইলসহ রাজধানীর কয়েকটি এলাকায় বিক্ষোভ করেছে মহানগর জামায়াত।

No comments:

Post a Comment

মন্তব্য করুন