নিজস্ব প্রতিবেদক, খুলনা | তারিখ: ২৬-০৮-২০১০
জামায়াতে ইসলামী বাংলাদেশের খুলনার পাইকগাছা পৌর শাখার আমির শফিকুল ইসলাম নিজামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় পাইকগাছা পৌরসভার কোর্ট জামে মসজিদের পাশের রাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শফিকুল কোর্ট জামে মসজিদের খতিব।
পাইকগাছা থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম প্রথম আলোকে জানান, গত শুক্রবার জুমার নামাজের সময় যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য দোয়া করেন জামায়াতের নেতা শফিকুল। মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গতকাল বুধবার তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
No comments:
Post a Comment
মন্তব্য করুন