3 August 2010

সাতক্ষীরায় আফগানফেরত জামায়াত নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় আফগানিস্তানফেরত এক জামায়াত নেতাকে গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার ওই নেতার নাম জিয়াউর রহমান। তাঁর বাড়ি দেবহাটা উপজেলার সখীপুর ইউনিয়নের নারকেলি গ্রামে। তাঁর বাবার নাম আবদুল করিম সরদার। তিনি ইউনিয়ন জামায়াতের সদস্য এবং ওয়ার্ড কমিটির সেক্রেটারি।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ গতকাল সকালে জিয়াউর রহমানকে দেবহাটার পারুলিয়ায় তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করে। তিনি বেশ কিছুদিন আফগানিস্তানে ছিলেন। এমনকি আফগান যুদ্ধেও অংশ নিয়েছেন বলে তথ্য রয়েছে। পরে দেশে ফিরে তিনি জঙ্গিবাদের সঙ্গে জড়িয়ে পড়েন। তাঁর নামে সদর থানায় রাষ্ট্রদ্রোহের মামলা রয়েছে।
দেবহাটা থানার ওসি আবদুল বারী জানান, জিয়াউর রহমান অত্যন্ত প্রভাবশালী। জামায়াতে ইসলামীর বিভিন্ন কর্মকাণ্ডে তিনি সক্রিয় ভূমিকা পালন করছেন। তাঁকে আজ বুধবার কোর্টে পাঠিয়ে পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হবে বলে গতকাল রাতে ওসি জানিয়েছেন।

No comments:

Post a Comment

মন্তব্য করুন