24 August 2010

যুদ্ধাপরাধ আইন বাতিলে জামায়াতের আবেদন হাইকোর্টে খারিজ

নিজস্ব প্রতিবেদক

সংবিধানের প্রথম সংশোধনী, গত বছর সংশোধিত ট্রাইব্যুনাল আইনের সাতটি ধারা এবং জামায়াতের শীর্ষস্থানীয় চার নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালের মামলার বৈধতা চ্যালেঞ্জ করে দাখিল করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রিটকারীর পক্ষে আইনজীবী রিট আবেদনটি প্রত্যাহারের আবেদন জানালে আদালত 'উত্থাপিত হয়নি মর্মে খারিজ' আদেশ দেন।

বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা ও বিচারপতি কাজী রেজা-উল হকের বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন। জামায়াতের কারাবন্দি দুই নেতা মুহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা ১৬ আগস্ট এ রিট করেন। রিটকারীর পক্ষে আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দুই দিন শুনানির পর রিট আবেদনটি প্রত্যাহারের আবেদন জানান।

ব্যারিস্টার রাজ্জাক গতকাল সাংবাদিকদের বলেন, 'রুল জারি বা অন্তর্বর্তীকালীন আদেশের জন্য আদালত সন্তুষ্ট হননি। তাই রিটটি ফিরিয়ে নিয়েছি।' অন্য কোনো আদালতে এটি উপস্থাপন করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, আবেদনকারীর আইনজীবী আবেদনটি না চালানোর আবেদন জানান। তাঁর এ আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত রিট আবেদনটি উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন।

No comments:

Post a Comment

মন্তব্য করুন