19 August 2010

ইসলামী ব্যাংকের অনুদান ফেরত দিচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘর

কালের কণ্ঠ ডেস্ক

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি বোর্ড ইসলামী ব্যাংকের দেওয়া অনুদানের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বোর্ডের সদস্য মফিদুল হক বলেছেন, 'মুক্তিযুদ্ধবিরোধীদের অর্থে মুক্তিযুদ্ধ জাদুঘর তৈরি হতে পারে না।' একই মত পোষণ করেছেন জাদুঘরের আরেক ট্রাস্টি আক্কু চৌধুরী। এ ব্যাপারে তাঁরা দু-এক দিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে বাংলানিউজ টোয়েন্টিফোরকে জানিয়েছেন।

আর ৩৫টি ব্যাংকের মতো 'ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড'ও অনুদান হিসেবে 'মুক্তিযুদ্ধ জাদুঘর'-এর স্থায়ী ভবন তৈরিতে ৫০ লাখ টাকা দিয়েছে। প্রধানমন্ত্রীর কাছে ইসলামী ব্যাংকের চেক প্রদানের সংবাদ পত্রিকায় প্রকাশের পর জাদুঘরের ট্রাস্টিরা এই অর্থ ফেরত দেওয়ার তড়িঘড়ি সিদ্ধান্ত নেন।

গত ১৬ আগস্ট ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আবদুজ জাহের আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ৫০ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন। এ সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক উপস্থিত ছিলেন। ইসলামী ব্যাংক বাংলাদেশের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট আশিক আহমেদ বার্তা সংস্থাকে বলেন, 'ব্যাংক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের এক বৈঠকে প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধ জাদুঘরের স্থায়ী ভবন তৈরিতে সহায়তার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মাধ্যমে ব্যাংকগুলোর প্রতি অনুরোধ জানিয়েছিলেন। সেই অনুরোধে সাড়া দিয়েই প্রধানমন্ত্রীর হাতে ৫০ লাখ টাকার চেক তুলে দেন ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান।'

No comments:

Post a Comment

মন্তব্য করুন