5 August 2010

জামায়াত নেতা আবদুল্লাহ তাহের: ‘ফোর্স রিজার্ভ আছে, যথাযথ সময়ে প্রয়োগ করা হবে’

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ০৫-০৮-২০১০

জামায়াতের কর্মপরিষদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, সময় এলে যথাযথ ব্যক্তি ও সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, সরকার সব কিছুতেই বাড়াবাড়ি করছে। কিন্তু ভুলে গেলে চলবে না, জামায়াতের দেড় থেকে দুই কোটি সমর্থক রয়েছে। ফোর্স রিজার্ভ আছে, যথাযথ সময় যথাযথ ব্যক্তি ও সরকারের ওপর প্রয়োগ করা হবে।
গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম নামে একটি সংগঠন আয়োজিত ‘সংবিধান সংশোধন: বর্তমান ও ভবিষ্যৎ বাংলাদেশের বাস্তবতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, জাতীয় গণতান্ত্রিক পার্টির শফিউল আলম প্রধান প্রমুখ।

মওদুদ আহমদ বলেন, সরকার সংবিধান সংশোধনের জন্য যে কমিটি করেছে, তাতে সরকার ও বিরোধী দলের সমান সমান প্রতিনিধিত্ব থাকলে পরিবর্তনটা বাস্তবসম্মত হতো। নইলে ভবিষ্যতের সরকার এসে এটি পরিবর্তন করবে। আসলে সরকার রাষ্ট্র পরিচালনায় চরম ব্যর্থতা ঢাকতে প্রথমে যুদ্ধাপরাধ, তারপর সংবিধান সংশোধন এবং বিরোধীদলীয় নেতাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দেওয়ার কাজ করছে।

খন্দকার মাহবুব হোসেন বলেন, আদালতের ঘাড়ে বন্দুক রেখে সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিলের মতো স্পর্শকাতর বিষয়গুলোকে সরকার সামনে নিয়ে আসছে।

সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্য, পুলিশ বাড়াবাড়ি করছে। এখন হাইকোর্ট-সুপ্রিম কোর্টেও সেই রোগ ছড়িয়েছে। তিনি বলেন, সরকার চাইছিল, নিজামী-মুজাহিদ গ্রেপ্তারের পর উত্তেজিত হয়ে কর্মী-সমর্থকেরা ভাঙচুর করবে, রাস্তাঘাট বন্ধ রাখবে আর বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে সরকার তাদের ‘ম্যাসাকার’ করবে। কিন্তু জামায়াত সরকারকে সেই সুযোগ দেয়নি। তবে সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে।

No comments:

Post a Comment

মন্তব্য করুন