
নিজস্ব প্রতিবেদক
জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামান ও কাদের মোল্লার রিমান্ড শুনানির সময় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাঁদের দুই ছেলে, মেয়ের জামাতাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে মুখ্য মহানগর হাকিম আদালতের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি থানার ওসি সালাউদ্দিন আহমেদ কালের কণ্ঠকে জানান, আদালত চত্বরে বিশৃঙ্খলা সৃষ্টি ও পুলিশের কাজে বাধা দেওয়ার চেষ্টা চালানোর সময় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে কামারুজ্জামান ও কাদের মোল্লার ছেলে ও জামাতাসহ কয়েকজন আত্দীয় আছেন। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা হচ্ছেন কামারুজ্জামানের ছেলে মো. হাসান ইমাম, কাদের মোল্লার ছেলে হাসান জামিল, দুই জামাতা জহিরুল ইসলাম ও মহিবুল্লাহ এবং জামায়াতকর্মী মাশকুর রহমান টিটু, মো. নুরুল হক ও মুশফিকুর রহমান। জহিরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজে শিক্ষকতা করেন বলে জানা গেছে।
No comments:
Post a Comment
মন্তব্য করুন